টাঙ্গাইলে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা, আটক ৬
- প্রকাশিত সময় ১০:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / 119
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ন, সেপ্টেম্বর ৭, ২০২২
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা পূর্ব পাড়ের গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া ও ভালকুটিয়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার(৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত এই ভ্রাম্যমান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন: উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়া গ্রামের আ: ছাত্তারের ছেলে সুরমান আলী,বরিশাল জেলার মেহেদীগঞ্জ উপজেলার পূর্বষর্দি গ্রামের কালুর ছেলে নূর ইসলাম, কাঞ্চন মিয়ার ছেলে জয়নাল আবেদীন, আব্দুর রাজ্জাকের ছেলে মামুন হোসেন, ভূঞাপুর উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে শাহাদত ও ছানোয়ার মিয়ার ছেলে রাসেল মিয়া।
এ সময় ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যমুনা নদী থেকে বালু উত্তোলন করছে তারই ভিত্তিতে আজকে বালু উত্তোলনের স্হান থেকে ৬ জনকে ধরে নিয়ে এসে পৃথক দুটি মামলায় একজনকে ৫০ হাজার টাকা ও অপর ৫ জনকে ৫০ হাজার টাকাসহ মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
ঈশ্বরদীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত সম্পন্ন ২১৬ গ্রাম হেরোইন ও দেড়লাখ টাকাসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার রাণীনগরে ১০ দফা দাবিতে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন ঈশ্বরদীতে গৃহবধুকে ধর্ষণ, ধামাচাপা দিতে ধর্ষিতাকে হুমকি রাণীনগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীতে স্কুল ছাত্রীকে উক্তক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত পুলিশ সুপার আকবর আলী মুন্সী ও পরিবহন সেক্টরের নেতাদের বৈঠক বজ্রপাতে পাবনা ও নাটোরে নিহত ২ আহত ১ ঈশ্বরদী বিমান বন্দর চালু, কৃষির উন্নয়ন ও গরীব শিশুদের স্কুল প্রতিষ্ঠায় মত বিনিময় সভা বঙ্গপোসাগরে “এফ বি সামিরা” ডুবির ঘটনায় ভারতে আটকা পড়া ১৬ বাংলাদেশী জেলেকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন