উল্লাপাড়ায় বজ্রপাতে একই পরিবারের ৫ জনসহ ৯জন নিহত
- প্রকাশিত সময় ১০:০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / 100
সিরাজগঞ্জ (উল্লাপাড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ন, সেপ্টেম্বর ৭, ২০২২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার বিকেলে পোনে চারটার দিকে মাটিকোড়া গ্রামের আবাদী মাঠে চারা তোলার কাজ করার সময় বজ্রপাতে একই পরিবারের পাচজনসহ মোট আটজন নিহত হয়েছেন ৷
ফায়ার সার্ভিস ও বিভিন্ন সূত্রে এরা হলেন উপজেলার শিবপুরের একই পরিবারের আফসার আলী (৬০) , ও তার ছেলে শাহিন মিয়া (২৭) , মেয়ের জামাই মোকা মিয়া (৫০) , মোকা মিয়ার ছেলে মোন্নাফ আলী (২৫) , ও আফসার আলীর ভাই শমসের আলী (৬৫) ৷
এছাড়া মাটিকোড়া গ্রামের শাহ আলম (৪২) , আঃ কুদ্দুস (৬০) , রিতু খাতুন (১৪) ও জন্নাতি (১০) ৷
উপজেলার পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দীন তথ্য নিশ্চিত করে বলেন শিবপুরের একই পরিবারের নিহতরা মাঠে কাজে ব্যস্ত ছিলেন৷ ঘটনার সময় বৃষ্টি নামলে নিহতরা পাশের একটি শ্যালো ঘরে ছিলেন ৷
উল্লাপাড়া পৌর এলাকার শিবপুর গ্রামের নিহতদের মরদেহ সন্ধ্যার পর একে একে আনা হয়৷ এদিকে নিহতদের পরিবারসহ গ্রামের বসতিদের মাঝে আহাজারি দেখা দেয় ৷ শিবপুর গ্রামের বরাত আলী , মোননাফ আলী বলেন এরা সবাই কৃষি পেশায় জড়িত ৷
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন ঘটনার পর পরই মাটিকোড়া গ্রামের ঘটনা এলাকা এবং সন্ধ্যার পর শিবপুর গ্রামের নিহতদের মরদেহ দেখতে আসেন ৷ তিনি জানান উপজেলা প্রশাসন থেকে নিহতদের পরিবার প্রতি দাফন কাফনে পচিশ হাজার টাকা করে সহযোগিতা দেওয়া হয়েছে।
দ্বিতীয়বারের মত পাবনা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এবিএম ফজলুর রহমানকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের তাল গাছের চারা রোপণ ও বিতরণ এই বৃত্তি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় সেনাদের প্রতি বাংলাদেশের শ্রদ্ধার্ঘ্য: প্রধানমন্ত্রী সুজানগরে এরশাদ হত্যাকরীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অস্বচ্ছল ছাত্রীদের লেখাপড়ার দায়িত্ব নিবেন নাটোরের জেলা প্রশাসক ঈশ্বরদীতে স্কুল ছাত্রীকে উত্তক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত জাতির জনক বঙ্গবন্ধুর সাথে আমার দুই বার দেখা হয়েছে সাঁথিয়ায় মাদক ও খাস পুকুর দখলের জের ধরে রাজা হত্যা: মামলার রহস্য উদঘাটন ঈশ্বরদীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত সম্পন্ন ২১৬ গ্রাম হেরোইন ও দেড়লাখ টাকাসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার