ছাত্রীধর্ষণ মামলায় পুঠিয়ার পৌর মেয়র আল মামুন আটক
- প্রকাশিত সময় ১০:৩০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / 131
পুঠিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ন, সেপ্টেম্বর ৮, ২০২২
পুঠিয়ার পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুনকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ।
বুধবার সকালে বরগুনা জেলার সদর থানা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে পুঠিযা থানার অফিসার ইনচার্জ তদন্ত জানান, এক কলেজছাত্রী ধর্ষণ মামলর পর থেকে তিনি পালাতক ছিলেন। আমরা আমাদের সোর্সের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে আটকের অভিযান পরিচালনা করি।
এসময় আমারা বরগুনা সদর থানা পুলিশের সহযোগিতায় সদর থানা এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হই। এর আগে পুঠিয়া উপজেলা সদরের রাজশাহী কলেজের এক মেয়ে শিক্ষার্থী এজাহারে জানিয়েছেন, গত বছর স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তিনি তালাকের জন্য মেয়রের সাথে দেখা করেন। সেই সময় থেকে মেয়র মামুন তার দায়িত্ব নেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় একধিকবার ধর্ষণ করেন।
মামলা দায়েরের পর পুলিশ ভুক্তভোগি শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গত সোমবার দুপুরে রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।
আটক পৌর মেয়র আল মামুনের পরিবারের দাবি – রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাকে হয়রানির উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছে।
তবে মেয়রের পরিবার বিষয়টির সঠিক তদন্ত দাবি করেন। এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বলেন, আটক আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
উল্লাপাড়ায় বজ্রপাতে একই পরিবারের ৫ জনসহ ৯জন নিহত ঈশ্বরদীতে পূর্বশত্রুতার জের ধরে কুপিয়ে যখম রাজশাহী নগরীতে মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে চলছে ইমারত নির্মান টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ অফিসার এসআই লিটন ও ডিএসবি’র এসআই ইউসুব আলী উল্লাপাড়ার করতোয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করলেন তানভীর ইমাম এমপি ১৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার র্যাব ১২ সিরাজগঞ্জ সদর কোম্পানীর ২১৬ গ্রাম হেরোইন ও দেড়লাখ টাকাসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দ্বিতীয়বারের মত পাবনা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এবিএম ফজলুর রহমানকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের তাল গাছের চারা রোপণ ও বিতরণ এই বৃত্তি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় সেনাদের প্রতি বাংলাদেশের শ্রদ্ধার্ঘ্য: প্রধানমন্ত্রী