উষা ফাউন্ডেশনের আয়োজনে দিন ব্যাপী দুস্থ মহিলাদের ফ্রি স্বাস্থক্যাম্প অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৮:১০:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
- / 144
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে মরহুম এ্যাডঃ আবুল কাশেম প্রতিষ্ঠিত এ্যাডঃ গোলাম ওয়াছেক মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক পরিচালিত পৈলানপুর উষা ফাউন্ডেশনের আয়োজনে দিন ব্যাপী অসহায় দুস্থ মহিলাদের ফ্রি স্বাস্থ্য পরিক্ষা ও ঔষধ বিতরন করা হয়।
দিন ব্যাপী স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করেন উষা ফাউন্ডেশনের পরিচালক এ্যাডঃ কানিজ ফাতেমা পুতুল।
ফ্রি স্বাস্থ্য চিকিৎসা সেবা প্রদান করেন পাবনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সহকারী সার্জন ডাঃ রাফিয়া আফরোজ রিপা।
উক্ত স্বাস্থ্য ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার হাবিবুর রহমান হাবিব।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেণ উষা ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী শরীফ, সাবেক ছাত্র নেতা আব্দুল আলিম, স্বেচ্ছাসেবক লীগের পাবনা পৌর সাধারন সম্পাদক বিক্কুল।
পৌর মহিলা আ.লীগের সভাপতি শামীমা শিরিন, সদর থানা মহিলা আ.লীগের যুগ্ম সম্পাদক মাহমুদা খাতুন ইনসান, পৌর ১নং ওয়ার্ডে মহিলা আ.লীগের সভাপতি রানী খাতুন এবং অত্র এলাকার গহের শেখ, সোহেল, সোনা সহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিন ব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্পে ১০০ জন দুস্থ মহিলাকে চিকিৎসা সেবা এবং ঔষধ বিনা মূল্যে প্রদান করা হয়।
উষা ফাউন্ডেশনের পরিচালক উপস্থিত সবার উদ্দ্যেশে বলেন আপনারা আমাকে দোয়া ও সাবির্ক সহযোগীতা করলে আমি আগামী দিনে আরও মানুষের কল্যানের জন্য যে সকল কাজ করা দরকার সেগুলো আমার ফাউন্ডেশন থেকে সর্বাত্মক ভাবে সেবা দেয়ার প্রত্যয় ব্যক্ত করছি। আল্লাহ যেন আমাকে শক্তি দেন।