পাবনায় পৌর আ.লীগ নেতাকে গুলি করে হত্যা
- প্রকাশিত সময় ০৪:৩৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / 77
ঈশ্বরদী সংবাদদাতা
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ন, সেপ্টেম্বর ৯, ২০২২
পাবনা সদর উপজেলায় সাইদুর প্রামাণিক (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার (৯ আগস্ট) দুপুর একটার দিকে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙাবাড়িয়ার নজুর মোড়ে এঘটনা ঘটে।
নিহত সাইদুর প্রামাণিক হেমায়েতপুরের চর প্রতাপপুর কাবলিপাড়ার মৃত হারান মালিথার ছেলে। তিনি পাবনা পৌর শাখা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সোলার-প্যানেল ব্যবসায়ী বলে নিশ্চিত করেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন।
নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, জুম্মার নামাজের ঠিক কয়েক মিনিট আগে নজুর মোড়ের একটি চায়ের দোকানে কয়েকজনকে সঙ্গে নিয়ে বসে ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ঘিরে ধরে। তার সঙ্গীরা দৌড় দিয়ে পালিয়ে গেলেও দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে।
বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, দুপুর ১টার দিকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। পরে বিস্তারিত জানাতে পারব।
উল্লেখ্য, নিহত সাইদুর প্রামাণিক হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথার দূর সম্পর্কের চাচাতো ভাই। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই তার সঙ্গে বিরোধ চলছিল। ওই নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।
ত্যাগের দৃষ্ঠান্ত স্থাপন করলেন রেজাউল রহিম লাল দীর্ঘদিনের জনদুর্ভোগ থেকে মুক্তি মিলতে যাচ্ছে ঈশ্বরদীতে বিদেশি নারীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আর নেই ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শাহরিয়ার কবিরের বিরুদ্ধে রোগিদের হয়রানিসহ নানা অভিযোগ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ আকবর আলি খান মারা গেছেন ছাত্রীধর্ষণ মামলায় পুঠিয়ার পৌর মেয়র আল মামুন আটক উল্লাপাড়ায় বজ্রপাতে একই পরিবারের ৫ জনসহ ৯জন নিহত ঈশ্বরদীতে পূর্বশত্রুতার জের ধরে কুপিয়ে যখম