ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাব
সুনাম ও ঐক্য অক্ষুন্ন রেখে সততা আর নিষ্ঠার সাথে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে: বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু
- প্রকাশিত সময় ০৭:১৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / 54
স্বতঃকণ্ঠ নিউজ ডেস্ক
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ন, সেপ্টেম্বর ৯, ২০২২
পাবনা প্রেসক্লাবের প্রথম আজীবন সদস্য, সাবেক সভাপতি ও বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) সভাপতি বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু বলেছেন, ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের সুনাম ও ঐক্য অক্ষুন্ন রেখে সততা আর নিষ্ঠার সাথে সকল সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, দেশের মধ্যে পাবনার সাংবাদিকতার সুনাম রয়েছে। এই সুনাম ধরে রাখতে নবনির্বাচিত কমিটি ভুমিকা রাখবে। তিনি বলেন, প্রেসক্লাব ভবন নিজস্ব করতে নতুন করে কাজ শুরু করতে হবে। এ ছাড়া প্রেসক্লাবের ৫ যুগ পুর্তিসহ সকল অসমাপ্ত কাজ বাস্তবায়নে সহযোগিতা করা হবে।
গতকাল শুক্রবার সকালে পাবনা শহরের আরমান সেন্টারে পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান ও সম্পাদক সৈকত আফরোজ আসাদের নেতৃত্বে নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এ সব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সদস্য ও সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, আব্দুল মতীন খান, ইয়াসিন আলী মৃধা রতন, জহুরুল ইসলাম, আব্দুর রশিদ, রাজিউর রহমান রুমী, আবু হাসনা মুহম্মদ আইয়ুব, সহ-সভাপতি র্মীজা আজাদ, শহীদুর রহমান শহীদ, সহ-সম্পাদক খান সরোয়ার মোর্শেদ উল্লাস,অর্থ সম্পাদক সুশীল কুমার তরফদার, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, দপ্তর সম্পাদক কানু সান্যাল।
এ ছাড়া মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় বুরো প্রধান উৎপল মির্জা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় তাকে প্রেসক্লাবের কোট পিন পরিয়ে দেন নবনির্বাচিত সহসম্পাদক খান সারওয়ার মোর্শেদ উল্লাস। পরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
পাবনায় আওয়ামী লীগ নেতা সাইদার রহমান হত্যায় পৌর সভাপতি ও সম্পাদকের শোক জ্ঞাপন, আসামীদের গ্রেফতার দাবি পাবনায় পৌর আ.লীগ নেতাকে গুলি করে হত্যা ত্যাগের দৃষ্ঠান্ত স্থাপন করলেন রেজাউল রহিম লাল দীর্ঘদিনের জনদুর্ভোগ থেকে মুক্তি মিলতে যাচ্ছে ঈশ্বরদীতে বিদেশি নারীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আর নেই ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শাহরিয়ার কবিরের বিরুদ্ধে রোগিদের হয়রানিসহ নানা অভিযোগ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ আকবর আলি খান মারা গেছেন ছাত্রীধর্ষণ মামলায় পুঠিয়ার পৌর মেয়র আল মামুন আটক