ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর বাড়ি ভাংচুরের অভিযোগ
- প্রকাশিত সময় ০৮:৫৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / 95
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ন, সেপ্টেম্বর ১০, ২০২২
নাটোর প্রতিনিধি।নাটোরের লালপুরে প্রতিপক্ষের বাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কদিমচিলান গ্রামের নদীপার এলাকার সৌদি প্রবাসী আলহাজ্ব বাবুল হোসাইনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভূগী পরিবারের অভিযোগ, ঘটনার দিন সকালে একই ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের সঙ্গে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনের পূর্ব শত্রুতার জেরে রুহুল আমিনের লোকজন প্রবাসী আলহাজ্ব বাবুল হোসাইনের বাড়িতে রয়েছে এমন খবর পেলে জাহাঙ্গীর তার দলবল নিয়ে সেখানে হামলা চালায়।
এ সময় তারা বাড়ির গেইট ভাংচুর করে ঘরের ভিতর প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করেন। এ বিষয়ে রুহুল আমিন বলেন, সৌদি প্রবাসী আলহাজ্ব বাবুল হোসাইন আমার চাচাতো ভাই।
রাজনৈতিক বিরোধের জেরে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মকিমপুর গ্রামের রুস্তমের ছেলে আতাহার(৩৫), খালেকের ছেলে মানিক, কদিমচিলান গ্রামের মৃত গনজের এর ছেলে রহম আলী, মৃত বিল্লালের ছেলে মুনছের আলী, জহুরুল ইসলাম, কমির উদ্দিন, ডাঙ্গাপাড়া গ্রামের আখের আলীর ছেলে ওসমান গনি সহ বেশ কিছু সন্ত্রাসী অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করে।
এ সময় তারা বাড়ির গেইট ভেঙে ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করেন। এ বিষয়ে ইউপি সদস্য জাহাঙ্গীর আলী বলেন আমি এই ঘটনায় সাথে জড়িত না।
লালপুর থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভেড়ামারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু রাণীনগরে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীকে সংবর্ধনা পাবনার জালালপুরে কৃষি জমিতে বিষাক্ত বর্জ্যে ফেলাকে কেন্দ্র করে এলাকায় চলছে উত্তেজনা সুনাম ও ঐক্য অক্ষুন্ন রেখে সততা আর নিষ্ঠার সাথে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে: বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু পাবনায় আওয়ামী লীগ নেতা সাইদার রহমান হত্যায় পৌর সভাপতি ও সম্পাদকের শোক জ্ঞাপন, আসামীদের গ্রেফতার দাবি পাবনায় পৌর আ.লীগ নেতাকে গুলি করে হত্যা ত্যাগের দৃষ্ঠান্ত স্থাপন করলেন রেজাউল রহিম লাল দীর্ঘদিনের জনদুর্ভোগ থেকে মুক্তি মিলতে যাচ্ছে ঈশ্বরদীতে বিদেশি নারীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড