রাজশাহীর বাঘায় ১৯ মামলার আসামী আটক
- প্রকাশিত সময় ০৯:৩০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / 119
লালপুর(নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ন, সেপ্টেম্বর ১০, ২০২২
রাজশাহীর বাঘায় ১৯ মামলার আসামী বাবু প্রামানিককে আটক করেছে পুলিশ। শুক্রবার ৯ সেপ্টেম্বর বাঘা পৌরসভার ছাতারী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী কলিগ্রাম এলাকার রমজিত আলীর ছেলে বাবু।
থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) মুহঃ আব্দুল করিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পুলিশ পৌর এলাকার ছাতারী গ্রামের লুৎফর আলীর আম বাগানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনাকালে ৩৫.১৫ গ্রাম হেরোইন এবং ০২ টি কাঠের বাট যুক্ত ২৫ ইঞ্চি লম্বা দেশীয় তৈরী হাসুয়া ও ০১ টি কাঠের বাট যুক্ত ২০ ইঞ্চি লম্বা দেশীয় তৈরী হাসুয়া এবং ০১ টি প্লাষ্টিকের বাট যুক্ত ১২.৯ ইঞ্চি ধারালো স্টীলের ছুড়িসহ আটক করে তাকে থানায় নিয়ে আসা হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,দেশের বিভিন্ন থানায় তার নামে খুনের মামলা- ০১ টি, ডাকাতি মামলা- ০১ টি,ডাকাতির চেষ্টা মামলা- ০১ টি, দস্যুতা মামলা নং- ০১ টি, জালিয়াতি করে চুরি মামলা- ০১ টি, চুরি মামলা- ০৪ টি, পুলিশ আক্রান্ত মামলা- ০২ টি, মাদকদ্রব্য আইনে মামলা ০৩ টি, অন্যান্য ধারায় মামলা- ০৫ টি) সর্বমোট ১৯ টি নিয়মিত রয়েছে।
এবিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজ্জাদ হোসেন বলেন, এই সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ও অস্ত্র আইনে পৃথক পৃথকভাবে ০২ মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে শনিবার ১০ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ভেড়ামারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু রাণীনগরে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীকে সংবর্ধনা পাবনার জালালপুরে কৃষি জমিতে বিষাক্ত বর্জ্যে ফেলাকে কেন্দ্র করে এলাকায় চলছে উত্তেজনা সুনাম ও ঐক্য অক্ষুন্ন রেখে সততা আর নিষ্ঠার সাথে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে: বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু পাবনায় আওয়ামী লীগ নেতা সাইদার রহমান হত্যায় পৌর সভাপতি ও সম্পাদকের শোক জ্ঞাপন, আসামীদের গ্রেফতার দাবি পাবনায় পৌর আ.লীগ নেতাকে গুলি করে হত্যা ত্যাগের দৃষ্ঠান্ত স্থাপন করলেন রেজাউল রহিম লাল দীর্ঘদিনের জনদুর্ভোগ থেকে মুক্তি মিলতে যাচ্ছে ঈশ্বরদীতে বিদেশি নারীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড