যশোর-বেনাপোল মহাসড়কের ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবিতে মানববন্ধন
- প্রকাশিত সময় ১০:৫৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / 112
বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ন, সেপ্টেম্বর ১০, ২০২২
যশোর-বেনাপোল মহাসড়কের ঝুঁকিপূর্ণ শতবর্ষী রেন্ট্রি গাছ অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নাভারন বাজারে ব্যবসায়ী সংগঠনের পক্ষে আওয়ামীলীগ নেতা মোরাদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের পাঁচ শতাধিক সদস্য ছাড়াও স্থানীয় সাধারন জনগন অংশ নেন।
মানবন্ধনে শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু বলেন, যশোর-বেনাপোল মহাসড়ক পাশে ঝুঁকিপূর্ণ গাছের কারণে স্থল বন্দরের আমদানি-রপ্তানি ব্যহত হচ্ছে।
এতে সরকার রাজস্ব হারাতে বসেছে। ঝুঁকিপূর্ণ রেন্ট্রি গাছের ডালপালা ভেঙে ও উপড়ে পড়ে ইতোমধ্যে হতাহতের ঘটনাও ঘটেছে। মৃত প্রায় এসব গাছের জন্য নাভারন বাজারের ব্যবসায়ীরা ভয়ে আতঙ্কে তারা ব্যবসা পরিচালনা করছে।
যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছগুলো এখন জীবনের জন্য হুমকি। সরকারের কাছে দাবী জানিয়ে আজ ব্যবসায়ীরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। যাতে মৃতপ্রায় এসব গাছ দ্রুত অপসারণ করা হয়।
মানববন্ধনে বক্তব্য আরও রাখেন, আওয়ামীলীগ নেতা মোরাদ হোসেন, ব্যবসায়ী আব্দুস সবুর, নাসিম রেজা পিন্টু, মাজহারুল ইসলাম, পলাশ হোসেন, জাহিদ হোসেন, উত্তম কুমার, নাজমুল হোসেন, আনোয়ারুল ইসলাম, আব্দুল করিম ও আব্দুল হক প্রমুখ।
ভেড়ামারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু রাণীনগরে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীকে সংবর্ধনা পাবনার জালালপুরে কৃষি জমিতে বিষাক্ত বর্জ্যে ফেলাকে কেন্দ্র করে এলাকায় চলছে উত্তেজনা সুনাম ও ঐক্য অক্ষুন্ন রেখে সততা আর নিষ্ঠার সাথে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে: বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু পাবনায় আওয়ামী লীগ নেতা সাইদার রহমান হত্যায় পৌর সভাপতি ও সম্পাদকের শোক জ্ঞাপন, আসামীদের গ্রেফতার দাবি পাবনায় পৌর আ.লীগ নেতাকে গুলি করে হত্যা ত্যাগের দৃষ্ঠান্ত স্থাপন করলেন রেজাউল রহিম লাল দীর্ঘদিনের জনদুর্ভোগ থেকে মুক্তি মিলতে যাচ্ছে ঈশ্বরদীতে বিদেশি নারীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড