নাটোরে ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড
- প্রকাশিত সময় ০৫:২২:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / 124
নাটোর সংবাদদাতা
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ন, সেপ্টেম্বর ১১, ২০২২
নাটোরের উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
লালপুর উপজেলার আব্দুলপুর রেল স্টেশনে রোববার সকাল ১০টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে বলে স্টেশন মাস্টার জিয়া উদ্দিন জানান।
জিয়া বলেন, পার্বতীপুর থেকে রাজশাহী গামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি সকালে আব্দুলপুর স্টেশনে এসে পৌঁছায়। এ সময় হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন রেলের কর্মকর্তা-কর্মচারীরা। এর কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে আগুন জ্বলতে শুরু করে।
পরে ট্রেনের চালক, সহকারী ও স্টেশেনের কর্মীদের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
স্টেশন মাস্টার বলেন, উত্তরা এক্সপ্রেস ট্রেনটিকে রাজশাহীতে নিতে ঈশ্বরদী থেকে একটি ইঞ্জিন আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এশিয়া কাপের ফাইনাল আজ – মরুর মুকুট উঠবে কার মাথায় ইউক্রেনের পাল্টা হামলায় ইজিয়ুম হাতছাড়া রাশিয়ার শাওন হত্যার প্রতিবাদে শোক র্যালি পালন করেছে পাবনা সদর উপজেলা ও পৌর যুবদল শাহজাদপুরে বাঘাবাড়িতে মিল্ক ভিটার দুধ সংগ্রহ বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভা চাটমোহরে বজ্রপাতে এক নারীর মৃত্যু রাজশাহীর বাঘায় ১৯ মামলার আসামী আটক ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর বাড়ি ভাংচুরের অভিযোগ লালপুরে নাটোরের লালপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ লালপুরে খেজুর গাছের ২শ চারা রোপন উদ্বোধন ভেড়ামারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু