দূর্গাপুজা উৎযাপিত হবে আনন্দঘন পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে –পাবনা জেলা প্রশাসক
- প্রকাশিত সময় ০৮:৫২:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / 54
।
পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ন, সেপ্টেম্বর ১১, ২০২২
পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে এই অঞ্চলের সকল ধর্মের মানুষ বাঙ্গালী সংস্কৃতিতে সোর্হাদ্য সম্প্রীতিতে বসবাস করে আসছে।সেই ধারাবাহিকতায় এবার ও আসন্ন দুর্গা পুজা উৎযাপিত হবে সকলের সহযোগীতায় সোহার্দপূর্ণ পরিবেশে। যারা এই অনুষ্ঠান নিয়ে ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ঠ করতে চায় তাদের দেশ প্রেমের অভাব আছে। পাবনায় সকলের সহযোগীতায় দূর্গাপুজা উৎযাপিত হবে আনন্দঘন পরিবেশে – নিরাপদ নির্বিঘ্নে।
বরিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আসন্ন দূর্গাপুজা সুষ্টু সুন্দর পরিবেশে উৎযাপনের লক্ষে প্রস্তুতিমুলক সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, এনএসআই এডি কামরুল হাসান, মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, শিক্ষাবিদ মীর্জা শহীদুল ইসলাম, পুজা উৎযাপন কমিটির সভাপতি অজয় কুমার দাস, সাধারণ সম্পাদক বাদল কুমার ঘোষ, প্রভাস ভদ্র, কমল চন্দ্র দাস প্রমূখ।
পাবনা জেলায় মোট ৩৫৭টি মন্ডপে পুজা উৎযাপিত হবে।
পাবনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন পাকন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কোষাধ্যক্ষ ড. সালাহ উদ্দীন নাটোরে ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড এশিয়া কাপের ফাইনাল আজ – মরুর মুকুট উঠবে কার মাথায় ইউক্রেনের পাল্টা হামলায় ইজিয়ুম হাতছাড়া রাশিয়ার শাওন হত্যার প্রতিবাদে শোক র্যালি পালন করেছে পাবনা সদর উপজেলা ও পৌর যুবদল শাহজাদপুরে বাঘাবাড়িতে মিল্ক ভিটার দুধ সংগ্রহ বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভা চাটমোহরে বজ্রপাতে এক নারীর মৃত্যু রাজশাহীর বাঘায় ১৯ মামলার আসামী আটক ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর বাড়ি ভাংচুরের অভিযোগ লালপুরে