রাজশাহীতে নৌকা ডুবে চারজন নিখোঁজ
- প্রকাশিত সময় ১২:৫৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / 125
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৭ পূবাহ্ন, সেপ্টেম্বর ১২, ২০২২
রাজশাহীর তালাইমারী বিজয় নগর শাহপুর এলাকায় পদ্মা নদীতে ডিঙ্গি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে চারজন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।
রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নগরীর তালাইমারী মিজানের মোড় বালুরঘাট এলাকার পদ্মায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে নিখোঁজদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে অভিযান শুরু করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার একেএম লতিফুল বারি।
তিনি বলেন, সকাল ৭টা ৫০ মিনিটে তাদের কাছে নৌকাডুবির খবর আসে। ৭টা ৫৫ মিনিটে রওনা হন উদ্ধার কর্মীরা। চার জন ডুবুরি অভিযানে আছেন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত তাদে সন্ধান মেলেনি।
তিনি বলেন, পদ্মার ওপার থেকে মিজানের মোড় বালুর ঘাটে আসছিল খড় বোঝাই নৌকাটি। তাতে ২০ জন আরোহী ছিলেন। প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে ১৬ আরোহী সাঁতরে পাড়ে ফিরলেও ৪ জন পানিতে তলিয়ে যান।
এদিকে, উদ্ধার অভিযান চলাকালে একই এলাকায় তিন জন আরোহী নিয়ে ডুবে যায় ঘাস বোঝায় আরেকটি নৌকা। ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যরা তাদের দ্রুত উদ্ধার করেন।
দূর্গাপুজা উৎযাপিত হবে আনন্দঘন পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে –পাবনা জেলা প্রশাসক পাবনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন পাকন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কোষাধ্যক্ষ ড. সালাহ উদ্দীন নাটোরে ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড এশিয়া কাপের ফাইনাল আজ – মরুর মুকুট উঠবে কার মাথায় ইউক্রেনের পাল্টা হামলায় ইজিয়ুম হাতছাড়া রাশিয়ার শাওন হত্যার প্রতিবাদে শোক র্যালি পালন করেছে পাবনা সদর উপজেলা ও পৌর যুবদল শাহজাদপুরে বাঘাবাড়িতে মিল্ক ভিটার দুধ সংগ্রহ বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভা চাটমোহরে বজ্রপাতে এক নারীর মৃত্যু রাজশাহীর বাঘায় ১৯ মামলার আসামী আটক