সরকারি এডওয়ার্ড কলেজে আন্তঃবিভাগ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- প্রকাশিত সময় ০৯:৫৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / 107
স্বতঃকণ্ঠ স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ন, সেপ্টেম্বর ১২, ২০২২
পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে আন্তঃবিভাগ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ শুরু হয়েছে। সোমবার বেলা সাড়ে ৯টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হুমায়ন কবির মজুমদার। বহিঃক্রীড়া কমিটির আহবায়ক ও সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. এ.কে.এম. শওকত আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আমিনুল হক।
এসময় ক্রীড়া পরিচালনা কমিটির সহযোগী অধ্যাপক মোহা. কলিমুদ্দিন, মো. মাহবুব হাসান, মো. রফিকুল ইসলাম, শাহনাজ পারভীন, মো. আব্দুল্লাহ্-আল-মামুন, মো. আবু সাইদ, সহকারী অধ্যাপক মো. হাশেম আলী, মো. আনিছুর রহমান, ড. মোহাম্মদ হুজ্জাতুল্লাহ, মো. আশেকুর রহমান, মো. জহুরুল ইসলাম, প্রভাষক মোহা. মিজানুর রহমান, মো. সারোয়ার রহমান, শরীর চর্চা শিক্ষক রবিউল করিমসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষার্থী ও শত-শত ক্রীড়ামোদি দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।
কলেজের ১৮টি বিভাগের অংশগ্রহণে টুর্নামেন্টের খেলা চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় নির্ধারিত ৭০ মিনিট সময়ে ইতিহাস বিভাগ ও ইংরেজী বিভাগ ১-১ গোলে ড্র হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ট্রাইব্রেকারে ইতিহাস বিভাগ ৫-৪ গোলে ইংরেজী বিভাগকে পরাজিত করে। অপর খেলায় ব্যবস্থাপনা বিভাগ ২-১ গোলে মার্কেটিং বিভাগকে পরাজিত করে।
সোমবার বেলা সাড়ে ৯টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হুমায়ন কবির মজুমদার।
যে দেশ দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারবে না তারা আগামী দিনে পিছিয়ে পড়বে: আইসিটি প্রতিমন্ত্রী পলক
ন্যায্য দাবি আদায়ে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের কর্মবিরতি পালন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাবিপ্র’র উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন শাহজাদপুরে দুর্নীতি বিরোধী ও শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Asia Cup 2022 Final: খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা লালপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান – মালিকের লাখ টাকা জরিমানা সৈয়দা সাজেদা চৌধুরীর পরলোকগমন ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মহিলা আটক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা অভিযুক্ত আটক চাটমোহরে দূর্গাপুজা উৎযাপিত হবে আনন্দঘন পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে –পাবনা জেলা প্রশাসক