রকারি দপ্তরের কর্মচারি সহ ৪ মাদকসেবী গ্রেপ্তার
- প্রকাশিত সময় ১১:০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / 61
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ন, সেপ্টেম্বর ১২, ২০২২
পাবনার ভাঙ্গুড়ায় থানা পুলিশের বিশেষ অভিষানে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের কর্মচারিসহ চার মাদকসেবীকে হাতে নাতে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে (১২সেপ্টম্বর) পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়।
ঘটনার সূত্রে জানা গেছে গতকাল রোববার(১১সেপ্টম্বর) রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে পৌরশহরের বড়ালব্রিজ রেলস্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতেরা হলেন, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের (সাময়িক বরখাস্তকৃত) স্টোর কিপার শরিফুল ইসলাম (৪০), জুয়েল রানা ডিপজল (২৫), লিটন আলী (২৭)ও রফিকুল ইসলাম রকি (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাত পৌনে ১১টার দিকে পৌরশহরের বড়ালব্রীজ রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় তিন মাদকসেবীকে গ্রেপ্তার করে।
একই দিনে বিকেলে গাঁজাসহ ভাঙ্গুড়া মসজিদ পাড়ার সামছুল আলমের ছেলে রফিকুল ইসলাম(২৭)কে গ্রেপ্তার করা হয়। থানার উপপরিদর্শক
(এসআই) আবু তাহেরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়। ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঃ ফয়সাল বিন আহসান বলেন, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদকসেবী তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।
Asia Cup 2022 Final: খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা টাঙ্গাইলে আ’লীগের দুই বিদ্রোহী প্রার্থী সহ জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী তিন
সিরাজগঞ্জের শাহজাদপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন স্টকহোল্ডারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোরের লালপুরের দুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা অভিযুক্ত আটক চাটমোহরে দূর্গাপুজা উৎযাপিত হবে আনন্দঘন পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে –পাবনা জেলা প্রশাসক পাবনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন পাকন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কোষাধ্যক্ষ ড. সালাহ উদ্দীন নাটোরে ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড এশিয়া কাপের ফাইনাল আজ – মরুর মুকুট উঠবে কার মাথায়