রাণীনগরে চুরি যাওয়া মালামাল উদ্ধার, দুই চোর আটক
- প্রকাশিত সময় ১২:৫৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / 100
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ন, সেপ্টেম্বর ১২, ২০২২
নওগাঁর রাণীনগরের পারইল গ্রামের একটি বাড়ি থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ দুই চোরকে আটক করেছে থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার পারইল গ্রামে অভিযান চালিয়ে চুরির মালামাল উদ্ধারসহ দুই চোরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে জনি ইসলাম (২২) ও একই গ্রামের রমজান আলীর ছেলে বাদল মিয়া (২৪)।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শনিবার রাতে পারইল ফকিরপাড়া গ্রামের জেমস হোসেনের বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। ওই বাড়ি থেকে ২টি কম্পিউটার মটিনট, ১টি প্রিন্টার, ১টি এলএডি টিভিসহ বিভিন্ন মালামাল চোরেরা চুরি করে নিয়ে যায়। ঘটনাটি ওই বাড়ির মালিক ও স্থানীয় লোকজন পুলিশকে জানায়। এরপর রবিবার রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগীতায় ওই গ্রামের বাদল মিয়ার বাড়ি থেকে চুরির মালামাল উদ্ধার করে। এ সময় চোর বাদল মিয়া ও জনি ইসলামকে আটক করে পুলিশ।
তাদের দুইজনের বিরুদ্ধে মামলা রুজু করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সাবেক মহিলা মেম্বর রোজী সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত উল্লাপাড়ায় বজ্রপাতে হতাহতদের পরিবারের পাশে মানবিক সহযোগিতা নিয়ে সাবেক এমপি শফি সরকারি এডওয়ার্ড কলেজে আন্তঃবিভাগ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টাঙ্গাইলে আ’লীগের দুই বিদ্রোহী প্রার্থী সহ জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী তিন দলীয় মনোনয়ন পেয়ে পাবনায় আগমনে বীর মুক্তিযোদ্ধা পাকনকে সংবর্ধনা সামাজিক – সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জের তাড়াশে যে দেশ দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারবে না তারা আগামী দিনে পিছিয়ে পড়বে: আইসিটি প্রতিমন্ত্রী পলক
ন্যায্য দাবি আদায়ে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের কর্মবিরতি পালন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাবিপ্র’র উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন শাহজাদপুরে দুর্নীতি বিরোধী ও শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত