গাজনার বিলে জেলেদের জাল কেটে দেওয়ার অভিযোগ
- প্রকাশিত সময় ০৯:৩২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / 72
পাবনা সংবাদদাতা
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ন, সেপ্টেম্বর ১৩, ২০২২
পাবনা সুজানগর হাটখালী ইউনিয়নের সাগতা গাজনার বিলে রাতের আধারে জেলেদের জাল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে গত ১১ তারিখ শনিবার সুজাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীদের পক্ষে শ্রী মাধব হালদার।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, প্রতি বছরের মত এবার ও সরকারি জলমহাল লিজ গ্রহণ করে গাজনার বিলের জলাশয়ে বাঁধ তৈরি করে ২টা খরাজালের মাধ্যমে মাছ শিকার করে আসছিল। জেলে পরিবারের শতাধিক জেলে এই জলমহালের মাধ্যমে জীবিকা নির্বাহ করে তাদের পরিবারের লোকজন বেঁচে থাকে। এই জলমহালই স্থানীয় জেলেদের জীবন জীবিকার উপার্জনের একমাত্র মাধ্যম। তাই সকল জেলে মিলে জলমাহল থেকে মাছ সংগ্রহ করার জন্য বাঁশ-খুটি ব্যবহার করে থাকে। কিন্তু গত ১০ সেপ্টেম্বর শুক্রবার রাতের অন্ধকারে এলাকার স্থানীয় অভিযুক্ত মোঃ শরিফুলের যোগ সাজশে প্রায় ১৫/২০ জন সন্ত্রাসী তাদের সমস্ত বাঁশ-খুটি ও খড়ার জাল কেটে তসনছ করে দেয়। এতে করে হিন্দু সম্পদায়ের জেলেদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বাঁশ-খুটি ও জাল কেটে ফেলায় তাদের প্রায় ১০/১২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে শ্রীমাধব হালদার বলেন, প্রায় ১৫/২০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সমস্ত বাঁশখুটি ও জাল কেটে ফেলে, তাদের হাতে থাকা অস্ত্র-শস্ত্র দেখে আমরা পিছিয়ে আসি। তিনি জানান, আমিসহ আমাদের জেলে পরিবারের লোকজনকে তারা হুমকি-ধামকি দিচ্ছে। জীবনে বেঁচে থাকা ও জীবিকা নির্বাহের জন্য আইনের আশ্রয় চান এসব জেলে পরিবারের সদস্যরা। এ বিষয়ে সুজানগর ও বেড়া থানার সার্কেল রবিউল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা আটঘরিয়ার ৮ পুকুরে বিনামূল্যে ৩২৭ কেজি মাছের পোনা অবমুক্ত রাণীনগরে মাদকসহ দম্পতি আটক ৭২ ঘন্টার মধ্যে হেমায়েতপুরের চাঞ্চল্যকর সাইদার হত্যা মামলার রহস্য উদঘাটন, ৬ খুনি গ্রেফতার সড়ক দুর্ঘটনায় ঈশ্বরদীর ট্রাক ড্রাইভার সোহেল প্রামাণিক রাজবাড়িতে নিহত সাবেক মহিলা মেম্বর রোজী সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত উল্লাপাড়ায় বজ্রপাতে হতাহতদের পরিবারের পাশে মানবিক সহযোগিতা নিয়ে সাবেক এমপি শফি সরকারি এডওয়ার্ড কলেজে আন্তঃবিভাগ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টাঙ্গাইলে আ’লীগের দুই বিদ্রোহী প্রার্থী সহ জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী তিন দলীয় মনোনয়ন পেয়ে পাবনায় আগমনে বীর মুক্তিযোদ্ধা পাকনকে সংবর্ধনা