রাজাকারদের তালিকা তৈরির কাজ দ্রুতই শুরু করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
- প্রকাশিত সময় ১০:৪৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / 162
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ন, সেপ্টেম্বর ১৩, ২০২২
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে স্বাধীনতা বিরোধী রাজাকার ও আলবদরদের তালিকা প্রণয়নে কিছুদিন আগে একটি আইন পাশ করা হয়েছে। অল্পদিনের মধ্যেই রাজাকারদের তালিকা তৈরির কাজ শুরু হবে।
মঙ্গলবার সন্ধ্যায় ভালুকা উপজেলা পরিষদ চত্বরে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আফসার বাহিনীর প্রতিষ্ঠাতা, ঢাকা সদর উত্তর ও ময়মনসিংহ সদর দক্ষিণ সাব সেক্টরের কমান্ডার (এফ.জে-১১) ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মেজর আফসার উদ্দিন আহমেদের ২৯তম মৃত্যুবার্ষিকী ঘিরে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা মেজর আফসার স্মৃতি সংসদের সভাপতি এস এম মিয়া চানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান এমপি।
এছাড়া এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য জুয়েল আরেং, সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় ভালুকা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতারা ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
গাজনার বিলে জেলেদের জাল কেটে দেওয়ার অভিযোগ কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা আটঘরিয়ার ৮ পুকুরে বিনামূল্যে ৩২৭ কেজি মাছের পোনা অবমুক্ত রাণীনগরে মাদকসহ দম্পতি আটক ৭২ ঘন্টার মধ্যে হেমায়েতপুরের চাঞ্চল্যকর সাইদার হত্যা মামলার রহস্য উদঘাটন, ৬ খুনি গ্রেফতার সড়ক দুর্ঘটনায় ঈশ্বরদীর ট্রাক ড্রাইভার সোহেল প্রামাণিক রাজবাড়িতে নিহত সাবেক মহিলা মেম্বর রোজী সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত উল্লাপাড়ায় বজ্রপাতে হতাহতদের পরিবারের পাশে মানবিক সহযোগিতা নিয়ে সাবেক এমপি শফি সরকারি এডওয়ার্ড কলেজে আন্তঃবিভাগ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টাঙ্গাইলে আ’লীগের দুই বিদ্রোহী প্রার্থী সহ জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী তিন