ঈশ্বরদীতে বাক-শ্রবণ প্রতিবন্ধী মেয়ের আত্মহত্যা
- প্রকাশিত সময় ০২:৪১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / 94
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ন, সেপ্টেম্বর ১৪, ২০২২
পাবনার ঈশ্বরদীতে রুপা খাতুন(৩০ )নামের এক বাক-শ্রবণ প্রতিবন্ধী মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার ১৫ই সেপ্টেম্বর সন্ধ্যার দিকে উপজেলার চররূপপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রূপা খাতুন চররূপপুর গ্রামের অবসরপ্রাপ্ত বিডিআর কনস্টেবল আব্দুল বারীর মেয়ে।
নিহতের পিতা আব্দুল বারী জানান, ‘আমার মেয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী, তার অসহায়ত্ব ও দুর্বলতার সুযোগ নিয়ে গত ৩ মে তারিখে কোরবান আলী মৃধার ছেলে উজ্জল মৃধা আমার বাসায় ঢুকে আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। পরে আমি জানতে পারলে বাদী হয়ে ঈশ্বরদী থানায় ৯ (৪)-(খ) ২০০০ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩, ধর্ষণের চেষ্টার অপরাধে মামলা দায়ের করি। এরপর ঈশ্বরদী থানা পুলিশ উজ্জ্বল মৃধাকে গ্রেফতার করে ১৭ মে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। কিন্তু কিছুদিন পর জামিনে মুক্তি পেয়ে পুনরায় আমার মেয়েকে হুমকি-ধামকি দিতে থাকে । এরপরও পাড়াপ্রতিবেশি লোকজনের বিভিন্ন ধরনের কটুক্তি ও অপমানজনক কথাবার্তার কারনেই আমার মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। মেয়ের আত্মহত্যার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার মেয়েকে আত্নহত্যা করতে যারা বাধ্য করেছে সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিচারের দাবি জানাই।’
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় খবর পাওয়ার পর লাশটি উদ্ধার করে পাবনা মর্গে পাঠানো হয়েছে।
বগুড়ার সারিয়াকান্দি আয়েশা ওসমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে ভোটাভুটি হেলথ রেমিডি-তে সন্ত্রাসী হামলা, ভাংচুর, লুটপাট জনতার মুখোমুখি জনপ্রতিনিধি এমপি পলক বিরামপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত পল্লী বিদ্যুতের জিএম-কে ব্লাক মেইল করতে গিয়ে ধরা, দৌড়ে পালালেন কয়েকজন সাংবাদিক দৌলতপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক ঈশ্বরদী উপজেলা মহিলা শ্রমিক লীগের কমিটি গঠিত পাবনা ললিত কলা কেন্দ্র-ইফা’র ত্রিবার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে যুক্ত হলেন ৮ নতুন মুখ
সিংড়ায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন যাঁরা