জেলা পরিষদ নির্বাচনে ঈশ্বরদীতে পাকনের গণসংযোগ ও মতবিনিময় সভা
- প্রকাশিত সময় ১১:৪৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / 123
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩:৪৮ অপরাহ্ন, সেপ্টেম্বর ২৩, ২০২২
আসন্ন পাবনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আ স ম আব্দুর রহিম পাকন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঈশ্বরদীর আরআরপি কমিউনিটি সেন্টারে ভোটার, দলীয় নেতা-কর্মী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সাবেক পৌরমেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল ও বিশেষ অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স ও পাবনা-৪ সাংসদ বীরমুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস, পাবনার পৌরমেয়র শরীফ উদ্দিন প্রধান, ঈশ্বরদীর পৌরমেয়র ইছহাক আলী মালিথা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে আঃ মজিদ বাবলু মালিথা (ছলিমপুর), আঃ খালেক মালিথা (মুলাডুলি), রানা সরদার (সাঁড়া), সাইফুজ্জামান পিন্টু (পাকশী), বকুল সরদার (দাশুড়িয়া) ও এমলাক হোসেন বাবু (সাহাপুর) প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ও সকল ইউনিয়ন পরিষদের মেম্বররাও।
এছাড়া সরকার দলীয় মূল ও অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরাও সভায় অংশগ্রহণ করেন।
সভার শুরুতে চেয়ারম্যান পদপ্রার্থী আ স ম আব্দুর রহিম পাকনের পক্ষে তাঁর আত্মপরিচয় ও উদ্দেশ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয় সমাগত অতিথিদের মধ্যে। এতে উদ্ধৃতি থেকে জানা যায় তার বর্তমান বয়স ৬৯ বছর। জন্মস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রামে। ছোটবেলা থেকেই ছাত্র লীগের রাজনীতির মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ‘৭১-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ থেকে শুরু করে পাবনা জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নির্বাচিত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর তিনি দেশত্যাগ করে প্রথমে ভারত ও পরে অষ্ট্রিয়া যান এবং সেখানেও ইউরোপ শাখা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা-উপদেষ্টা ছিলেন এবং প্রবাসে থাকাকালীন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থায় চাকুরির সুযোগ পান। এবং সেই সুবাদে রূপপুর পারমাণবিক প্রকল্প প্রতিষ্ঠায় আন্তর্জাতিক অঙ্গণে বিভিন্ন দেনদরবারসহ ব্যাপক ভুমিকা রাখেন। এছাড়া তিনি পাবনার কাশিনাথপুরে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার প্রতিষ্ঠাও তাঁর প্রচেষ্টারই ফল।
সবশেষে তিনি লিখেছেন, “আমার রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ড বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নদান করেছেন। আমি জয়যুক্ত হলে পাবনাকে আরো এক ধাপ উঁচুতে তুলে ধরতে সকল চেয়ারম্যান-মেম্বরদের সাথে নিয়ে আমার সবধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আ স ম আব্দুর রহিম পাকন, সাংসদ গোলাম ফারুক প্রিন্স, রেজাউল রহিম লালসহ অনেকেই স্ব স্ব বক্তৃতায় আয়োজক ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নায়েব আলী বিশ্বাস ও এমপি নূরুজ্জামান বিশ্বাসের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, জীবনে বহু অনুষ্ঠান করেছি কিন্তু আজকের মত এত সুন্দর গোছালো ও প্রাণবন্ত অনুষ্ঠান আমরা দ্বিতীয়টি করতে পারি নি। এজন্য অতিথিরা সকলেই ঈশ্বরদীবাসীকে ধন্যবাদ জানান। প্রশংসা করেছেন উপস্থিত গণমাধ্যম কর্মীরাও।
একক প্রার্থী মনোনয়ন দাখিল করায় অন্তত ১৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত সুশৃঙ্খল ও শান্তিপুর্ণ পরিবেশে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু সুষ্ঠ ও স্বাভাবিক পরিবেশের মধ্য দিয়ে পাবনায় এসএসসি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত অসামাজিক কার্যকলাপের দায়ে যুবক-যুবতীসহ ৩ জনের কারাদন্ড – হোটেল সিলগালা ধর্ষণচেষ্টা: বাক-শ্রবণ প্রতিবন্ধী মেয়ের আত্মহত্যা বগুড়ার সারিয়াকান্দি আয়েশা ওসমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে ভোটাভুটি হেলথ রেমিডি-তে সন্ত্রাসী হামলা, ভাংচুর, লুটপাট জনতার মুখোমুখি জনপ্রতিনিধি এমপি পলক বিরামপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত পল্লী বিদ্যুতের জিএম-কে ব্লাক মেইল করতে গিয়ে ধরা, দৌড়ে পালালেন কয়েকজন সাংবাদিক