রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আবাসিকে শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার চালু
- প্রকাশিত সময় ০৩:৩৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / 99
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩৯ পূর্বাহ্ন, সেপ্টেম্বর ২৪, ২০২২
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে নিয়োজিত এমপ্লয়ীদের সন্তানদের জন্য সম্প্রতি একটি ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সেন্টারটির নামকরণ করা হয়েছে ‘চাইল্ডহুড টেরিটোরি’। তিন বছর বা তদুর্ধ প্রি-স্কুল শিশুরা এবং গ্রেড-১ থেকে ৯ পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীরা এই ডে-কেয়ার সেন্টারের সুবিধা পাবে।
এটমস্ট্রয়-এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরী এ প্রসঙ্গে বলেন, “প্রকল্পে শিশুদের জন্য একটি ডে-কেয়ার সেন্টার চালুর দাবি বহুদিনের। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন একটি দীর্ঘ প্রক্রিয়া এবং এর সঙ্গে যুক্ত কর্মকর্তাদের নিজস্ব পরিবার ও ঘনিষ্ট আত্মীয়-স্বজনদের থেকে দূরে থাকতে হয়। আমরা এমন সুযোগ সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছি যাতে আমাদের এমপ্লয়ীরা পরিবারসহ বাংলাদেশে বসবাস করতে পারেন। এর ফলে রূপপুর প্রকল্পে কাজ করার জন্য আগ্রহ বাড়বে এবং আমাদের সহকর্মীরা কাজের ব্যাপারে আরো বেশি অনুপ্রেরণা পাবেন”।
প্রাথমিকভাবে এই সেন্টারে বর্তমানে ১৫টি শিশু রয়েছে এবং খুব শীঘ্রই আরো ৩টি শিশু এদের সঙ্গে যোগ দেবে। সেন্টারে মোট ১০জন স্টাফকে নিয়োগ দেয়া হয়েছে যারা শিশুদের দেখাশোনার পাশাপাশি এবং তাদের জন্য খেলাধুলা, শিক্ষা ও বিনোদনমূলক বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থা করবেন। স্কুল শিক্ষার্থীদের জন্য মস্কোর ইন্টারন্যাশনাল হল অফ বেডেড লার্নিং থেকে অনলাইনে শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে।
ডে-কেয়ার সেন্টারটির নিজস্ব খেলার মাঠ ছাড়াও রয়েছে ফিটনেস এরিয়া, নাচ এবং গানের ক্লাসরুম। আর্ট এবং মিডিয়ার ওপর দুটি ওয়ার্কশপও তৈরী করা হয়েছে। শিশুদের জন্য রয়েছে আলাদা মেডিক্যাল রুম যেখানে একজন শিশু বিশেষজ্ঞকে নিয়োগ দেয়া হয়েছে।
নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুটি ইউনিট স্থাপিত হচ্ছে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১.২০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটে থাকবে একটি করে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর। ২০১৫ সালের ২৫শে ডিসেম্বর এক চুক্তির অধীনে প্রকল্প বাস্তবায়নের জন্য জেনারেল কন্ট্রাকটরের দায়িত্ব লাভ করে রাশিয়ার রাষ্ট্রীয় পরমানু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল শাখা।
জেলা পরিষদ নির্বাচনে আটঘরিয়ার শতভাগ জনপ্রতিনিধির সমর্থন পেলেন পাকন জেলা পরিষদ নির্বাচনে ঈশ্বরদীতে পাকনের গণসংযোগ ও মতবিনিময় সভা একক প্রার্থী মনোনয়ন দাখিল করায় অন্তত ১৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত সুশৃঙ্খল ও শান্তিপুর্ণ পরিবেশে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু সুষ্ঠ ও স্বাভাবিক পরিবেশের মধ্য দিয়ে পাবনায় এসএসসি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত অসামাজিক কার্যকলাপের দায়ে যুবক-যুবতীসহ ৩ জনের কারাদন্ড – হোটেল সিলগালা ধর্ষণচেষ্টা: বাক-শ্রবণ প্রতিবন্ধী মেয়ের আত্মহত্যা বগুড়ার সারিয়াকান্দি আয়েশা ওসমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে ভোটাভুটি হেলথ রেমিডি-তে সন্ত্রাসী হামলা, ভাংচুর, লুটপাট জনতার মুখোমুখি জনপ্রতিনিধি এমপি পলক