ঈশ্বরদী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সম্মেলন : লুৎফর রহমান সভাপতি ॥ মহিদুল ইসলাম সাধারণ সম্পাদক
- প্রকাশিত সময় ১১:৫৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / 95
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ন, সেপ্টেম্বর ২৪, ২০২২
ঈশ্বরদী কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর প্রীতি সম্মিলনে বর্নিল আয়োজনে গতকাল শনিবার সকাল প্রি-ক্যাডেট স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস।
সংগঠনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর সভার মেয়র মোঃ ইসাহক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, প্রবীন শিক্ষাবীদ অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবুল হাসেম, আওয়ামী লীগ নেতা মুরাদ আলী মালিথাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সকাল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মহিদুল ইসলাম।
দ্বিতীয় পর্বে উপস্থিত সকল সদস্যদের মতামতে ভিত্তিতে সংগঠনের উপদেষ্টা অধ্যাপক উদয় নাথ লাহিড়ী শাপলা কুঁড়ি বিদ্যা সদনের পরিচালক মোঃ লুৎফর রহমানকে সভাপতি ও সকাল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মেজবাউল ইসলাম, শেখ মহসীন, সহসাধারণ সম্পাদক মোঃ বিপুল হোসেন, গোপাল অধিকারী, কোষাধ্যক্ষ রেজাউল হক, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, দপ্তর সম্পাদক আফজাল হোসেন খাঁন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য-সংস্কৃতিক সম্পাদক মোঃ বাবুল আক্তার, ক্রীড়া সম্পাদক বিপ্লব হোসেন, পরীক্ষা বিষয়ক সম্পাদক মুকিম উদ্দিন, সহপরীক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শিপন আলী, ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ শামীমা আক্তার সীমা, নির্বাহী সদস্য মোছাঃ মালা খাতুন, খোকা, আশরাফুল ইসলাম, আমেনা খাতুন, মোক্তার হোসেন, মাওঃ আখতারুজ্জামান বাবুল ও সাবিনা ইয়াসমিন।
চাটমোহরের ফিরোজ হোসেন হত্যাকান্ডে সংবাদ সম্মেলন পাবনায় ডেপুটি স্পিকার টুকুকে গণসংবর্ধনা প্রদান ভেড়ামারায় মীনা দিবস উদযাপন পাবনায় ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা ছিনতাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আবাসিকে শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার চালু জেলা পরিষদ নির্বাচনে আটঘরিয়ার শতভাগ জনপ্রতিনিধির সমর্থন পেলেন পাকন জেলা পরিষদ নির্বাচনে ঈশ্বরদীতে পাকনের গণসংযোগ ও মতবিনিময় সভা একক প্রার্থী মনোনয়ন দাখিল করায় অন্তত ১৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত সুশৃঙ্খল ও শান্তিপুর্ণ পরিবেশে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু সুষ্ঠ ও স্বাভাবিক পরিবেশের মধ্য দিয়ে পাবনায় এসএসসি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত