বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের আকস্মিক মৃত্যুতে বাকরূদ্ধ হয়ে পড়েন বাবা এড. ইসাহক আলি
- প্রকাশিত সময় ১১:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / 107
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ন, সেপ্টেম্বর ২৪, ২০২২
নাটোরের লালপুরের আব্দুল ষ্টেশনে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে কাটা পড়ে ইমতিয়াজ আলী (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ৭টা৫০মিনিটের দিকে উপজেলার আব্দুলপুর জংসন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ইমতিয়াজ পাবনার ঈশ্বরদী উপজেলার এডভোকেট ইসাহাক আলীর ছেলে। তিনি রাজশাহী ররেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন।
আব্দুলপুর জংসন স্টেশনের মাস্টার জিয়াউদ্দিন বিষয়টি স্বতঃকন্ঠকে নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, সকাল ৭টার দিকে কমিউটার ট্রেনে ঈশ্বরদী থেকে বাবা ইসাহাক আলীকে সঙ্গে নিয়ে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন ইমতিয়াজ আলী। সকাল পৌনে ৯টার দিকে ট্রেনটি আব্দুলপুর জংসন স্টেশনে পৌঁছায়।
স্টেশন মাস্টার আরও বলেন, নাস্তার জন্য স্টেশন সংলগ্ন হোটেলে যান বাবা ইসাহক আলী ও ছেলে ইমতিয়াজ। নাস্তা শেষ হতে না হতেই ট্রেন ছেড়ে দেয়। দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে চাকার নিচে পড়ে যান ইমতিয়াজ। বাবার চোখের সামনে ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। এরপর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এঘটনায় এড ইছহাক আলী ও ইমতিয়াজের বন্ধু-বান্ধব ও আত্মীয়-অনাত্মীয় অনেককেই শোকাভিভুত করে তোলে।
পরে পিয়ারপুর গোরস্তানে লাশ দাফন করা হয়েছে।
ঈশ্বরদী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সম্মেলন : লুৎফর রহমান সভাপতি ॥ মহিদুল ইসলাম সাধারণ সম্পাদক চাটমোহরের ফিরোজ হোসেন হত্যাকান্ডে সংবাদ সম্মেলন পাবনায় ডেপুটি স্পিকার টুকুকে গণসংবর্ধনা প্রদান ভেড়ামারায় মীনা দিবস উদযাপন পাবনায় ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা ছিনতাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আবাসিকে শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার চালু জেলা পরিষদ নির্বাচনে আটঘরিয়ার শতভাগ জনপ্রতিনিধির সমর্থন পেলেন পাকন জেলা পরিষদ নির্বাচনে ঈশ্বরদীতে পাকনের গণসংযোগ ও মতবিনিময় সভা একক প্রার্থী মনোনয়ন দাখিল করায় অন্তত ১৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত সুশৃঙ্খল ও শান্তিপুর্ণ পরিবেশে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু