পাবনায় শুদ্ধাচার কৌশল নিয়ে এলজিইডি’র সভা
- প্রকাশিত সময় ০৮:৫২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / 118
পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ন, সেপ্টেম্বর ২৯, ২০২২
পাবনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জাতীয় শুদ্ধাচার কৌশল পরিকল্পনা ২০২২এর প্রথম ত্রৈমাসিক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পাবনা এলজিইডি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান প্রকৌশলী শেখ মো. মহসিন এর সভাপতিত্বে এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোকলেসুর রহমানের সঞ্চলনায় সভায় রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলার তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ঠিকাদার, শিক্ষক, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
পাবনা অংশে অংশগ্রহণ করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী নবীরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, বীরমুক্তিযোদ্ধা মনজুর রহমান, চরতারাপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান প্রমূখ।
প্রধান প্রকৌশলী শেখ মো. এহসিন বলেন, শুদ্ধাচার হলো সঠিকমানে যথা সময়ে সুন্দরভাবে কাজ করা। প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০৪১ এর বাস্তবায়নে শুদ্ধাচার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেবে। সবাইকে শুদ্ধারচার মানতে হবে।
সরে দাঁড়ালেন কামিল হোসেন, পাবনায় আওয়ামী লীগের একক প্রার্থী পাকন ঈশ্বরদীতে দুই গার্মেন্টসকর্মীকে গণধর্ষণ, গ্রেপ্তার-৪ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের আকস্মিক মৃত্যুতে বাকরূদ্ধ হয়ে পড়েন বাবা এড. ইসাহক আলি ঈশ্বরদী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সম্মেলন : লুৎফর রহমান সভাপতি ॥ মহিদুল ইসলাম সাধারণ সম্পাদক চাটমোহরের ফিরোজ হোসেন হত্যাকান্ডে সংবাদ সম্মেলন পাবনায় ডেপুটি স্পিকার টুকুকে গণসংবর্ধনা প্রদান ভেড়ামারায় মীনা দিবস উদযাপন পাবনায় ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা ছিনতাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আবাসিকে শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার চালু জেলা পরিষদ নির্বাচনে আটঘরিয়ার শতভাগ জনপ্রতিনিধির সমর্থন পেলেন পাকন