পাবনার ঈশ্বরদীতে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
- প্রকাশিত সময় ০৯:০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / 120
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ন, সেপ্টেম্বর ২৯, ২০২২
পাবনার ঈশ্বরদীতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত সৌদি প্রবাসী স্বামী রুবেল হোসেন পলাতক রয়েছে। নিহত সোনিয়া খাতুন (২২) ঝিনাইদহ জেলার মহেশপুরের হামিদপুর গ্রামের ইউনুস আলীর মেয়ে। তিনি ঈশ্বরদী ইপিজেডের একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করতেন।
পুলিশ জানায়, নিহত সোনিয়ার স্বামী রুবেল হোসেন বুধবার সৌদি আরব থেকে ঈশ্বরদী এলে স্বামী-স্ত্রী পরিচয়ে রুবেল ও সোনিয়া ঈশ্বরদী উপজেলা সদরের পশ্চিমটেংরী বাবুপাড়ার একরাম আলী বুদুর দ্বিতীয় তলার একটি ফ্লাট ভাড়া নেয়।
বাড়ির মালিক জানান, ওই দম্পত্তির তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বুধবার রাতে তারা রান্না করে খাওয়া দাওয়া করেছে। বৃহস্পতিবার সকালে তাদের ঘরের দরজা খোলা দেখে এবং কারো কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের মধ্যে ঢুকলে সোনিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।
নিহতের গলা ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের স্বামী রুবেলকে আটক করতে পুলিশী অভিযান চলছে।
পাবনায় শুদ্ধাচার কৌশল নিয়ে এলজিইডি’র সভা সরে দাঁড়ালেন কামিল হোসেন, পাবনায় আওয়ামী লীগের একক প্রার্থী পাকন ঈশ্বরদীতে দুই গার্মেন্টসকর্মীকে গণধর্ষণ, গ্রেপ্তার-৪ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের আকস্মিক মৃত্যুতে বাকরূদ্ধ হয়ে পড়েন বাবা এড. ইসাহক আলি ঈশ্বরদী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সম্মেলন : লুৎফর রহমান সভাপতি ॥ মহিদুল ইসলাম সাধারণ সম্পাদক চাটমোহরের ফিরোজ হোসেন হত্যাকান্ডে সংবাদ সম্মেলন পাবনায় ডেপুটি স্পিকার টুকুকে গণসংবর্ধনা প্রদান ভেড়ামারায় মীনা দিবস উদযাপন পাবনায় ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা ছিনতাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আবাসিকে শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার চালু