গত রাতের আড়াই ঘন্টার টানা বর্ষনে ভেসে গেছে চতুর্দিক
- প্রকাশিত সময় ১০:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / 104
পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ন, সেপ্টেম্বর ২৯, ২০২২
২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে পাবনা পৌর শহরের বিভিন্ন জায়গায়, রাত আড়াইটা – ৫টার টানা বর্ষনে ভেসে ওঠে চারদিক। এ বছর এই প্রথম বারের মতো এতো মূসল ধারে বৃষ্টি অনুভব করেছে মানুষ।
আড়াই ঘন্টার টানা বর্ষনে পৌরসভার অনেক গুলো এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
সেই অনুযায়ী পাবনা পুরাতন টেকনিক্যাল মোড় পার করে সোবহান মাওলানার বাড়ির সামনে দিয়ে শুরু হয়ে পাথরতলা মোড়, বরাবর কফিলউদ্দিন পাড়া, চার তালা মোড়, শিল্প গলি, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে দিয়ে শুরু হয়ে বেলতলা রোড, গাল্স স্কুল, সেবা হাসপাতালের সামনে ও পাবনা জেলা স্কুলের অনেক অংশে পানি পরিপূর্ণ হয়ে ওঠে। বেশির ভাগ জায়গায় হাটু পানি পর্যন্ত লক্ষনীয় হয়েছে।
ফলে রাস্তায় ছোট যান চলাচল ও পথচারীদের হাঁটতে ভিষণ সমস্যার সৃষ্টি হয়। প্রত্যেকেই অনেকটা ধির গতিতে পথ চলতে দেখা গেছে কাপোড়চোপড় ভিজিয়ে। প্রায় তিন চার ঘন্টা রাস্তায় পানি অবস্থান করে।
এসময় রাস্তায় মানুষের জলাবদ্ধতা ও দূর্ভোগের বিষয়াবলি নিয়ে আলোচনায় গেলে পাবনার বিশিষ্ট সমাজ সেবক, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি ইদ্রিস বিশ্বাস সাংবাদিকদের বলেন, সারা দেশের মধ্যে পাবনা জেলা অনেকটা উচু জায়গায় অবস্থিত জন্য এই জেলার মানুষ বৃষ্টি, বণ্যার প্রকোপ তেমন টের পায়না। তবে এবছর এই প্রথম বারের মতো পাবনায় এতো প্রবল ভাবে বর্ষণ হয়েছে। যার জন্য পৌরর বিভিন্ন এলাকা গুলোতে বৃষ্টির পানি জমাট বেঁধে আছে।
অল্প সময়ের মধ্যেই পানি নিষ্ক্রান্ত হয়ে যাবে। কারণ পূর্বের চেয়ে এখন রাস্তা ঘাট ড্রেনের অনেক উন্নয়ন হয়েছে, চিন্তার কিছু নাই।
পাবনা প্যারাডাইস সুইটসের নতুন শাখা উদ্বোধন পাবনার ঈশ্বরদীতে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা পাবনায় শুদ্ধাচার কৌশল নিয়ে এলজিইডি’র সভা সরে দাঁড়ালেন কামিল হোসেন, পাবনায় আওয়ামী লীগের একক প্রার্থী পাকন ঈশ্বরদীতে দুই গার্মেন্টসকর্মীকে গণধর্ষণ, গ্রেপ্তার-৪ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের আকস্মিক মৃত্যুতে বাকরূদ্ধ হয়ে পড়েন বাবা এড. ইসাহক আলি ঈশ্বরদী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সম্মেলন : লুৎফর রহমান সভাপতি ॥ মহিদুল ইসলাম সাধারণ সম্পাদক চাটমোহরের ফিরোজ হোসেন হত্যাকান্ডে সংবাদ সম্মেলন পাবনায় ডেপুটি স্পিকার টুকুকে গণসংবর্ধনা প্রদান ভেড়ামারায় মীনা দিবস উদযাপন