ভেড়ামারায় ডেঙ্গুজ্বরে একজনের মৃত্যু
- প্রকাশিত সময় ১২:১৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / 119
ভেড়ামারা সংবাদদাতা
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ন, সেপ্টেম্বর ৩০, ২০২২
কুষ্টিয়া ভেড়ামারায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাব্বী সর্দার (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাব্বী ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার বাবুর ভাতিজা ও রাজা সর্দ্দারের প্রথম পুত্র। সে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
পরিবার সুত্রে জানাযায়, গত কয়েকদিন আগে রাব্বী জ্বরে আক্রান্ত হলে, তাকে প্রথমে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করে। অবস্থার উন্নতি না হলে গত বুধবার বিকেলে রাব্বীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেন জানান, রাব্বী ডেঙ্গু জ্বরে আক্রান্ত অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে মারা যায়। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৯জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে লাশ হয় বাড়ি ফিরল মমতাজ হোসেন আঁখি খাতুনকে সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত –স্পীকার গত রাতের আড়াই ঘন্টার টানা বর্ষনে ভেসে গেছে চতুর্দিক পাবনা প্যারাডাইস সুইটসের নতুন শাখা উদ্বোধন পাবনার ঈশ্বরদীতে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা পাবনায় শুদ্ধাচার কৌশল নিয়ে এলজিইডি’র সভা সরে দাঁড়ালেন কামিল হোসেন, পাবনায় আওয়ামী লীগের একক প্রার্থী পাকন ঈশ্বরদীতে দুই গার্মেন্টসকর্মীকে গণধর্ষণ, গ্রেপ্তার-৪ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের আকস্মিক মৃত্যুতে বাকরূদ্ধ হয়ে পড়েন বাবা এড. ইসাহক আলি