ইডেন কলেজের ঘটনা দেশের ছাত্র রাজনীতির নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত পর্যায় : বাংলাদেশ লেবার পার্টি
- প্রকাশিত সময় ১২:৩০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / 177
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ন, সেপ্টেম্বর ৩০, ২০২২
২৯ সেপ্টেম্বর ২০২২ (বৃহস্পতিবার) পল্টনের একটি রেস্টুরেন্ট চলমান রাজনীতি ও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। দলের মহাসচিব আব্দুল্লাহ আল মামুন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম।
সভায় লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী বলেন, ইডেন কলেজের সাম্প্রতিক ঘটনাবলী ছাত্র রাজনীতির নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত পর্যায়। এটা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, অপশক্তি—নোংরামি রাজনীতির বহিঃপ্রকাশ। বর্তমান সরকার ও বড় রাজনৈতিক দল হাতির পাঁচ পা দেখার মত বাঘের পিঠে সওয়ার করছে। যার ফলে রাজনীতি অশ্লীলতা, বিচারহীনতা ও টাকা কামানোর মেশিনে পরিনত হয়েছে। যার বহিঃপ্রকাশ আমরা ইডেন কলেজ ছাত্রলীগের কার্যকলাপে দেখছি। দুর্বৃত্তায়ন ও অপশক্তি মুক্ত শিক্ষাবান্ধব ছাত্র রাজনীতি চালু এবং মেধা শূন্য সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি পরিহার করতে হবে।
সভাপতির বক্তব্যে লেবার পার্টির মহাসচিব আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশের প্রয়োজনে প্রত্যেকটি আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা রাখার ঐতিহ্য রয়েছে যা আজ ভূলুণ্ঠিত হচ্ছে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এতটাই বেপরোয়া যেখানে দেশপ্রেমের বালাই বলতে নাই। ভিন্নমতের রাজনৈতিক দলকে দমন-পীড়নের মাধ্যমে তারা দেশকে কোথায় নিয়ে যেতে চায় তা আজ সাধারণ জনগণ জানতে চায়। তরুণ প্রজন্মের রাজনীতি হতে হবে মেধা, সততা ও দেশপ্রেম নির্ভর। ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাস নির্ভর কার্যকলাপের কারণে সাধারণ শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে সব সময় আতঙ্কের মধ্যে থাকেন। এ অবস্থা থেকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের জন্য গণমুখী রাজনীতি ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস—চেয়ারম্যান মোঃ সুরুজ্জামান, মোঃ নাসির উদ্দিন, যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম সুরুজ, রাজু আহমেদ পোদ্দার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা সম্পাদক হাফিজুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাহিদা আকতার পপি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: হাবিবুর রহমান মিলন, শিল্প ও বানিজ্য সম্পাদক মোরশেদ আলম, মহিলা বিষয়ক সম্পাদক মেঘলা ইয়াসমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাগরিকা বৈদ্য, নির্বাহী কমিটির সদস্য তাজুল ইসলাম, জসিম উদ্দিন, জিয়াউর রহমান প্রমুখ। – প্রেস বিজ্ঞপ্তি
ভেড়ামারায় ডেঙ্গুজ্বরে একজনের মৃত্যু ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে লাশ হয় বাড়ি ফিরল মমতাজ হোসেন আঁখি খাতুনকে সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত –স্পীকার গত রাতের আড়াই ঘন্টার টানা বর্ষনে ভেসে গেছে চতুর্দিক পাবনা প্যারাডাইস সুইটসের নতুন শাখা উদ্বোধন পাবনার ঈশ্বরদীতে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা পাবনায় শুদ্ধাচার কৌশল নিয়ে এলজিইডি’র সভা সরে দাঁড়ালেন কামিল হোসেন, পাবনায় আওয়ামী লীগের একক প্রার্থী পাকন ঈশ্বরদীতে দুই গার্মেন্টসকর্মীকে গণধর্ষণ, গ্রেপ্তার-৪