সাংবাদিক-কলামিস্ট রণেশ মৈত্রের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ডেপুটি স্পীকারের
- প্রকাশিত সময় ০৯:২৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / 174
পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ন, সেপ্টেম্বর ৩০, ২০২২
জাতির পিতার একজন প্রিয় মানুষ ছিলেন রণেশ মৈত্র। সাংবাদিকতা ও সাহিত্যে তাঁর ছিল সাবলীল পদচারণা। তার মৃত্যু শুধু পাবনার নয়, দেশের জন্য অপূরণীয় এক ক্ষতি। মহান মুক্তিযুদ্ধের সংগঠক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট, সাংবাদিকদের নিকট অনুকরণীয় ব্যক্তিত্ব রণেশ মৈত্রের মৃত্যুতে দেশ একজন জ্ঞানী- গুণী ব্যক্তিত্বকে হারাল। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বরে রণেশ মৈত্রের মরদেহে শধদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
রণেশ মৈত্রের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর পক্ষে লাইব্রেরীর নেতৃবৃন্দ,পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানসহ প্রিন্ট ও অনলাইন পত্র-পত্রিকার প্রতিনিধিগণ ও রাজনৈতিক নেতা-নেত্রীগণ।
এ সময় রণেশ মৈত্রের ২ ছেলে ও ২ মেয়েসহ নাতি-নাতনীগণ উপিস্থিত ছিলেন।
ডেপুটি ̄পীকার বলেন, রণেশ মৈত্রের সাথে আমার অনেক স্মৃতি রয়েছে, এক সাথে রাজনীতি করেছি, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। রাজনীতি করতে গিয়ে একসাথে কারাবরণও করেছি। অনেক ত্যাগী একজন মানুষ ছিলেন তিনি। দেশের সংকটের মুহুর্তগুলোতে ̧লেখনীর মাধ্যমে জোরালো ভুমিকা রেখেছেন তিনি। দেশকে দিয়ে গিয়েছেন অনেক কিছু। তাঁর আত্মার শান্তি কামনা করছি।
তাঁকে স্বাধীনতা চত্ত্বরে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা। এ সময় সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পুঁজার আনন্দ ভাগাভাগি করতে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ালেন আনন্দ গুপ্ত গৃহকর্মীদের অধিকার ও মর্যাদা সুরক্ষা এবং বাংলাদেশ শ্রম আইনে অন্তর্ভুক্তির দাবিতে রাজধানীতে জাতীয় গৃহকর্মী সম্মেলন ২০২২ অনুষ্ঠিত স্থানীয় সরকার – স্থানীয় সরকারের স্বার্থে আরেকটি রিট হওয়া উচিত ৭৯৫ গ্রাম গাঁজসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনার র্যাব ১২ ইডেন কলেজের ঘটনা দেশের ছাত্র রাজনীতির নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত পর্যায় : বাংলাদেশ লেবার পার্টি ভেড়ামারায় ডেঙ্গুজ্বরে একজনের মৃত্যু ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে লাশ হয় বাড়ি ফিরল মমতাজ হোসেন আঁখি খাতুনকে সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত –স্পীকার গত রাতের আড়াই ঘন্টার টানা বর্ষনে ভেসে গেছে চতুর্দিক