পাবনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মর্জিনা লতিফ ট্রাস্টের বস্ত্র বিতরণ

- প্রকাশিত সময় ০৯:৫৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / 124
পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ন, সেপ্টেম্বর ৩০, ২০২২
পাবনায় শারদীয় দুর্গোৎসব উপেলক্ষ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০সেপ্টেম্বর) বিকেলে শ্রী শ্রী জয়কালীবাড়ি মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক পরিষদের আয়োজনে ও মর্জিনা লতিফ ট্রাস্টের পৃষ্টপোষকতায় বস্ত্র বিতরণ অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ ডেপুডি স্পিকার বীরমুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু এমপি। অনুষ্ঠিন উদ্ধোধক ছিলেন মর্জিনা লতিফ ট্রাস্ট’র মহাসচিব আব্দুল লতিফ বিশ্বাস।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি
বীর মুক্তিযোদ্ধা শ্রী চন্দন কুমার চক্রবর্তী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী বিনয় জ্যোতি কুন্ডু পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুল রহিম পাকন, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর আ.লীগের সভাপতি মোশাররফ হোসেন, মর্জিনা লতিফ ট্রাস্ট’র চেয়ারম্যান আক্তার বিশ্বাস, লতিফ গ্রুপের জেনারেল ম্যানেজার অচিন্ত কুমার ঘোষ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বাদল চন্দ্র ঘোষ প্রমুখ। অনুষ্ঠিন শেষ অতিথিবৃন্দ উপস্থিত ৮ শতাধিক মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।
রোটারি ক্লাব

রোটারি ক্লাব অব পাবনার আয়োজনে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিধজের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খিধস্টান ঐক্য পরিষদ পাবনা শাখার সাধারণ সম্পাদক বিনয় জ্যোতি কুন্ডু, রোটারি ডিস্টিক্টের লেফটেন্যান্ট গভর্নর রোটারী পিপি খোন্দকার মবিদুর রহমান সেতু, শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক প্রলয় চাকী, রোটারি ক্লাব অব পাবনার সদস্য প্রীতিশ কুমার কুন্ডু, রোটারি ক্লাব অব পাবনার সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।
সাংবাদিক-কলামিস্ট রণেশ মৈত্রের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ডেপুটি স্পীকারের পুঁজার আনন্দ ভাগাভাগি করতে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ালেন আনন্দ গুপ্ত গৃহকর্মীদের অধিকার ও মর্যাদা সুরক্ষা এবং বাংলাদেশ শ্রম আইনে অন্তর্ভুক্তির দাবিতে রাজধানীতে জাতীয় গৃহকর্মী সম্মেলন ২০২২ অনুষ্ঠিত স্থানীয় সরকার – স্থানীয় সরকারের স্বার্থে আরেকটি রিট হওয়া উচিত ৭৯৫ গ্রাম গাঁজসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনার র্যাব ১২ ইডেন কলেজের ঘটনা দেশের ছাত্র রাজনীতির নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত পর্যায় : বাংলাদেশ লেবার পার্টি ভেড়ামারায় ডেঙ্গুজ্বরে একজনের মৃত্যু ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে লাশ হয় বাড়ি ফিরল মমতাজ হোসেন আঁখি খাতুনকে সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত –স্পীকার