ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধক ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি পালিত

- প্রকাশিত সময় ০৫:৩২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯
- / 131
উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পাবনার ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধক ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ চত্বরে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।
এসময় শিক্ষার্থীদের উদ্যেশ্যে সচেতনতামূলক বক্তব্যও রাখেন । এদিনে পৌর সদরের ৯ টি ওয়ার্ডে উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফের নেতৃত্বে আলাদাভাবে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি পালন করেন।
উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি।
জেলা পরিষদ সদস্য মোঃ আসলাম আলী,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি । বক্তব্যে বক্তারা ডেঙ্গু নিয়ে আতংকিত না হয়ে বাড়ির আঙিনা পরিষ্কার পরিছন্নতা রাখতে জনসচেতনাতার উপর গুরুত্বারোপ করেন।