মহাষষ্ঠী পুজার মধ্যে দিয়ে শনিবার থেকে পাবনার আটঘরিয়ায় ১৮ মন্ডপে শারদীয় দুর্গা পুজা শুরু
- প্রকাশিত সময় ০২:৪০:২৮ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / 123
আটঘরিয়া ব্যুারো
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ন, অক্টোবর ১, ২০২২
মহাষষ্ঠী পুজার মধ্যে দিয়ে শনিবার (১ অক্টোবর) থেকে পাবনার আটঘরিয়া উপজেলায় এবার ১৮ মন্ডপে শারদীয় পুজা উদযাপন হচ্ছে। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের সুত্রে জানা গেছে, ইতিমধ্যে ১৮ মন্ডপে শান্তিপূর্ণভাবে পুজা উদযাপনের লক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এবং সকল মন্ডপে সিসি ক্যামেরার আওতায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপজেলার যে ১৮ মন্ডপে শারদীয় দূর্গা পুজা হচ্ছে সেগুলো হলো- আটঘরিয়া কেন্দ্রীয় মাতৃ মন্দির, কেন্দ্রীয় কালী মন্দির, উত্তরচক ঠাঁকুরবাড়ী কালী মন্দির, চাঁদভা শাকপাড়া বারোয়ারী দূর্গা মন্দির, খিদিরপুর ডাঙ্গাপাড়া দূর্গা মন্দির, শ্রী শ্রী শারদীয়া দূর্গা মন্দির, বাচামারা দূর্গা মন্দির, গোড়ুরী বারোয়ারী দূর্গা মন্দির, গোড়ুরী আদি দূর্গা মন্দির, একদন্ত বারোয়ারী দূর্গা মন্দির, শিবপুর কদিমবগদি বারোয়ারী দূর্গা মন্দির, লক্ষীপুর নিমতলা দূর্গা মন্দির, শ্রীপুর হলদারপাড়া দূর্গা মন্দির, কৈজুরী গোবিন্দ দূর্গা মন্দির ও লক্ষীপুর কালীবাড়ী দূর্গা মন্দির।