মহাষষ্ঠী পুজার মধ্যে দিয়ে শনিবার থেকে পাবনার আটঘরিয়ায় ১৮ মন্ডপে শারদীয় দুর্গা পুজা শুরু

- প্রকাশিত সময় ০২:৪০:২৮ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / 133
আটঘরিয়া ব্যুারো
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ন, অক্টোবর ১, ২০২২
মহাষষ্ঠী পুজার মধ্যে দিয়ে শনিবার (১ অক্টোবর) থেকে পাবনার আটঘরিয়া উপজেলায় এবার ১৮ মন্ডপে শারদীয় পুজা উদযাপন হচ্ছে। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের সুত্রে জানা গেছে, ইতিমধ্যে ১৮ মন্ডপে শান্তিপূর্ণভাবে পুজা উদযাপনের লক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এবং সকল মন্ডপে সিসি ক্যামেরার আওতায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপজেলার যে ১৮ মন্ডপে শারদীয় দূর্গা পুজা হচ্ছে সেগুলো হলো- আটঘরিয়া কেন্দ্রীয় মাতৃ মন্দির, কেন্দ্রীয় কালী মন্দির, উত্তরচক ঠাঁকুরবাড়ী কালী মন্দির, চাঁদভা শাকপাড়া বারোয়ারী দূর্গা মন্দির, খিদিরপুর ডাঙ্গাপাড়া দূর্গা মন্দির, শ্রী শ্রী শারদীয়া দূর্গা মন্দির, বাচামারা দূর্গা মন্দির, গোড়ুরী বারোয়ারী দূর্গা মন্দির, গোড়ুরী আদি দূর্গা মন্দির, একদন্ত বারোয়ারী দূর্গা মন্দির, শিবপুর কদিমবগদি বারোয়ারী দূর্গা মন্দির, লক্ষীপুর নিমতলা দূর্গা মন্দির, শ্রীপুর হলদারপাড়া দূর্গা মন্দির, কৈজুরী গোবিন্দ দূর্গা মন্দির ও লক্ষীপুর কালীবাড়ী দূর্গা মন্দির।
সিসিডিবির মহিলা সমিতির সমাবেশে সকল সদস্যকে পুরুষ্কৃত

আটঘরিয়া ব্যুারো প্রধান: পাবনার আটঘরিয়া সিসিডিবি এনজিও’র সহায়তা পুষ্ট অঙ্গসংগঠন মতিগাছা প্রেরণা মহিলা সমবায় সমিতির সাধারণ সভায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের পর সকল সদস্যকে পুরষ্কৃত করা হয়। মতিগাছা স্কুলে সম্প্রতি এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিডিবির প্রোগ্রাম অফিসার মি. সুদীব মন্ডল, ভিক্টর বৈরাগী, মোহাম্মদ আলী জিন্নাহ, স্থানীয় ইউপি মহিলা মেম্বর রেবেকা খাতুন, গ্রাম প্রধান মো. নিফাজ উদ্দিন মোল্লা, সমিতির কর্মী আশরাফ আলী ও কামরুন নাহার রত্না প্রমূখ।
এছাড়াও ফোরামের কার্যকরি কমিটির সদস্যবৃন্দসহ সকল সদস্য উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠানে সদস্যবৃন্দ গান, গজল ও নানা খেলাধূলা শেষে অনেকেই বক্তব্য রাখেন। শেষে সকল সদস্যদের মাধে পুরষ্কার বিতরণ করা হয়।
`প্রেরণা মহিলা সমিতি’র এ সমাবেশের ব্যবস্থাপনায় ছিলেন কর্মী মরিয়ম বেলারুশি।
পাবনা সদরের ৫৩টি মন্দিরের সভাপতি -সাধারণ সম্পাদকদের সঙ্গে এমপি প্রিন্সের মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তিন শাখার ১৫১ সদস্যের মানবেতর জীবন-যাপন, দেখার কেউ নেই ইউক্রেনে নিজেদের নিয়ন্ত্রিত চার অঞ্চলকে রুশ ফেডারেশনের অংশ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা রাশিয়ার পাবনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মর্জিনা লতিফ ট্রাস্টের বস্ত্র বিতরণ সাংবাদিক-কলামিস্ট রণেশ মৈত্রের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ডেপুটি স্পীকারের পুঁজার আনন্দ ভাগাভাগি করতে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ালেন আনন্দ গুপ্ত গৃহকর্মীদের অধিকার ও মর্যাদা সুরক্ষা এবং বাংলাদেশ শ্রম আইনে অন্তর্ভুক্তির দাবিতে রাজধানীতে জাতীয় গৃহকর্মী সম্মেলন ২০২২ অনুষ্ঠিত স্থানীয় সরকার – স্থানীয় সরকারের স্বার্থে আরেকটি রিট হওয়া উচিত ৭৯৫ গ্রাম গাঁজসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনার র্যাব ১২ ইডেন কলেজের ঘটনা দেশের ছাত্র রাজনীতির নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত পর্যায় : বাংলাদেশ লেবার পার্টি