ফুলবাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
- প্রকাশিত সময় ০৩:৫১:১০ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / 105
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৩:৫১ পূর্বাহ্ন, অক্টোবর ১, ২০২২
‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে শনিবার ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে।
সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক দছিম উদ্দিন মন্ডল।
এতে সংগঠনটির সদস্য অবসরপ্রাপ্ত পুষ্টিবিদ আজিজুল হক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মোকলেছার রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন দাস, মোজাফফর রহমান, আবু হানিফ সরকার, আব্দুল মজিদ মÐল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন প্রমুখ।
শেষে প্রয়াত প্রবীণ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের প্রবীণ সদস্য, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আদ্-দ্বীন হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মহাষষ্ঠী পুজার মধ্যে দিয়ে শনিবার থেকে পাবনার আটঘরিয়ায় ১৮ মন্ডপে শারদীয় দুর্গা পুজা শুরু পাবনা সদরের ৫৩টি মন্দিরের সভাপতি -সাধারণ সম্পাদকদের সঙ্গে এমপি প্রিন্সের মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তিন শাখার ১৫১ সদস্যের মানবেতর জীবন-যাপন, দেখার কেউ নেই ইউক্রেনে নিজেদের নিয়ন্ত্রিত চার অঞ্চলকে রুশ ফেডারেশনের অংশ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা রাশিয়ার পাবনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মর্জিনা লতিফ ট্রাস্টের বস্ত্র বিতরণ সাংবাদিক-কলামিস্ট রণেশ মৈত্রের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ডেপুটি স্পীকারের পুঁজার আনন্দ ভাগাভাগি করতে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ালেন আনন্দ গুপ্ত গৃহকর্মীদের অধিকার ও মর্যাদা সুরক্ষা এবং বাংলাদেশ শ্রম আইনে অন্তর্ভুক্তির দাবিতে রাজধানীতে জাতীয় গৃহকর্মী সম্মেলন ২০২২ অনুষ্ঠিত স্থানীয় সরকার – স্থানীয় সরকারের স্বার্থে আরেকটি রিট হওয়া উচিত