শাহজাদপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ
- প্রকাশিত সময় ০৪:০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / 106
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৪:০৮ পূর্বাহ্ন, অক্টোবর ১, ২০২২
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়া চিথুলিয়া গ্রামে মিথ্যা মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। শনিবার বেলা ১১ টায় চড়াচিথুলিয়া মহাসড়কে আধাঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শফি, এলাকার ভুক্তভোগী মৎস্যজীবি রউফ মন্ডল, শিখন মন্ডল, খালেক মন্ডল প্রমুখ।
প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শফি বলেন, ‘গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থী সেলিম মন্ডল এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত আছে।
নেশাদ্রব্য, পিকনিকের নৌকায় নারী ব্যবসাসহ এলাকায় বিভিন্ন মানুষের কাছে থেকে চাঁদাবাজি করে আসছে। এইসব বিষয়ে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে প্রতিবাদ করলে সেলিম মন্ডল মারধর করে গত ২৩ সেপ্টেম্বর ৩ জনকে গুরুতর আহত করে।
এরপরও ক্ষান্ত না হয়ে তারই লোক নারী ব্যবসায়ী রিপনকে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করে।
এসময় মৎস্যজীবি রউফ মন্ডল, শিখন মন্ডল, খালেক মন্ডল জানান, দীর্ঘদিন যাবৎ সেলিম মন্ডল ক্ষমতার দাপট দেখিয়ে এবং মৎস্যজীবি লীগের নেতা দাবী করে উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে যাওয়া নিরীহ জেলেদের কাছে থেকে নৌকা প্রতি ৫শত টাকা করে চাঁদা আদায় করে আসছে। এগুলোর প্রতিবাদ করলেই জেলেদের মামলা করে হামলা চালিয়ে হয়রানি করেন।
এ বিষয়ে অভিযুক্ত সেলিম মন্ডলের কাছে জানতে চাইলে তিনি সব অভিযোগ অস্বীকার করে জানান, ‘প্রায় ২০ বছর ধরে প্রভাবশালী শফি সাহেব নিজেই জেলেদের নিকট থেকে চাঁদাবাজী করে আসছেন। সেইসাথে শফি সাহেব জুয়া থেকে শুরু করে সব ধরনের অসামাজিক কাজের সাথে লিপ্ত। তার বিরুদ্ধে কথা বললেই তিনি নানা রকম হয়রানি করেন।
ফুলবাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত আদ্-দ্বীন হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মহাষষ্ঠী পুজার মধ্যে দিয়ে শনিবার থেকে পাবনার আটঘরিয়ায় ১৮ মন্ডপে শারদীয় দুর্গা পুজা শুরু পাবনা সদরের ৫৩টি মন্দিরের সভাপতি -সাধারণ সম্পাদকদের সঙ্গে এমপি প্রিন্সের মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তিন শাখার ১৫১ সদস্যের মানবেতর জীবন-যাপন, দেখার কেউ নেই ইউক্রেনে নিজেদের নিয়ন্ত্রিত চার অঞ্চলকে রুশ ফেডারেশনের অংশ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা রাশিয়ার পাবনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মর্জিনা লতিফ ট্রাস্টের বস্ত্র বিতরণ সাংবাদিক-কলামিস্ট রণেশ মৈত্রের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ডেপুটি স্পীকারের পুঁজার আনন্দ ভাগাভাগি করতে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ালেন আনন্দ গুপ্ত গৃহকর্মীদের অধিকার ও মর্যাদা সুরক্ষা এবং বাংলাদেশ শ্রম আইনে অন্তর্ভুক্তির দাবিতে রাজধানীতে জাতীয় গৃহকর্মী সম্মেলন ২০২২ অনুষ্ঠিত