হতদরিদ্র মানুষের আস্থার জায়গা পাবনা জেলা পরিষদ – রেজাউল রহিম লাল
- প্রকাশিত সময় ০৬:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯
- / 85
পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার শত প্রতিকুলতা উপেক্ষা করে বাংলাদেশকে একটি উন্নয়ন সমৃদ্ধ দেশ গড়ছে. যা সারা বিশ্বে স্বীকৃত এবং প্রশংসিত।
বাংলাদেশের কোন মানুষ যাতে কোন প্রকার অভাব অনটনে না থাকে সে জন্য নানা কর্মসুচী গ্রহন করেছে এই সরকার। জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করা হচ্ছে।
উন্নয়নে পাশাপাশি সামাজিক এবং মানবিক কাজ করছে পাবনা জেলা পরিষদ। হতদরিদ্র মানুষের আস্থার জায়গা পাবনা জেলা পরিষদ।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে হতদরিদ্র মানুষের আর্থিক অনুদান প্রদান কালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব বিজয় ভূষন রায়, সদস্য জনাব মোঃ আব্দুল মান্নান, জনাব মোঃ আসলাম আলী, মোঃ সাইদুল ইসলাম, মোঃ শফিউল আলম বিশ্বাস, মোছাঃ রাশিদা পারভীন প্রমূখ।
জেলা পরিষদ সুত্রে জানা যায় মঙ্গলবার জেলার চাটমোহর উপজেলার দরিদ্র ভ্যান চালক মোঃ আছাদ আলী। তার কোন ঘর-বাড়ি নেই সে অন্যের বাড়ীতে থাকে তার দুইটি (জমজ) সন্তান শারীরিক ও মানষিক প্রতিবন্ধী।
যাহার কারণে দীর্ঘদিন যাবৎ জটিল সমস্যায় ভুগছে। টাকার অভাবে তাদের চিকিৎসা করাতে পারছে না। তার বাড়ি ঘর তৈরী ও সন্তানদের চিকিৎসার জন্য পাবনা জেলা পরিষদ থেকে ১০,০০০ টাকার আর্থিক সাহায্যে প্রদান করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যা মোহাম্মদ রেজাউল রহিম লাল।