পাবনায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ৯ লাখ টাকা ছিনতাই
- প্রকাশিত সময় ১১:৩৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
- / 138
পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ন, অক্টোবর ৪, ২০২২
পাবনা শহরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক দম্পতি। ছিনতাইকারীরা তাদের ৯ লাখ টাকা নিয়ে গেছে বলে জানা গেছে। ড়শলভঠ মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সদরের গাছপাড়া পৌরসভা গেটের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
শহরের গাছপাড়া বাজারের গ্রাম্য ডাক্তার আব্দুল মজিদ জানান, তার মেয়ে মাহমুদা খাতুন ও তার স্বামী ওমর সাইফুল ইসলাম পাবনা শহরের শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ৯ লাখ টাকা উত্তোলন করে রিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি তাদের পিছু নেয়। গাছপাড়া বাজারে ঢোকার গেটের কাছে আসলে ছিনতাইকারীরা পথরোধ করে জোরপূর্বক ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় ওই দম্পতির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন।
এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ছিনতাইকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে বলে শুনেছি। তাদের ধরতে অভিযান চলছে। – বার্তা সংস্থা পিপ
আজ প্রখ্যাত সাংবাদিক কলামিষ্ট ও রাজনীতিক প্রয়াত রণেশ মৈত্রর ৯০তম জন্মদিন শব্দদুষণ রোধে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মোবাইল কোর্টের অভিযান সুজানগর পূজা মন্ডপে আর্থিক অনুদান দিলেন আ.লীগ নেতা সবুজ
সংবাদ প্রকাশের জেরে ঈশ্বরদীতে সাংবাদিকের অফিস ভাঙচুর – ক্যামেরা লুট বরেণ্য সাংবাদিক তোয়াব খান মারা গেছেন শাহজাদপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ ফুলবাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত আদ্-দ্বীন হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মহাষষ্ঠী পুজার মধ্যে দিয়ে শনিবার থেকে পাবনার আটঘরিয়ায় ১৮ মন্ডপে শারদীয় দুর্গা পুজা শুরু পাবনা সদরের ৫৩টি মন্দিরের সভাপতি -সাধারণ সম্পাদকদের সঙ্গে এমপি প্রিন্সের মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান