পাবনায় ১৫ জন গুণীজনকে “জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা” প্রদান
- প্রকাশিত সময় ০৬:৫১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / 179
পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫১ পূর্বাহ্ন, অক্টোবর ৭, ২০২২
জেলা শিল্পকলা একাডেমী পাবনার ব্যবস্থাপনায় কণ্ঠসঙ্গীত, নাট্যকলা, সাংস্কৃতিক সংগঠক, যন্ত্র সঙ্গীত, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন, আবৃত্তি, লোকসংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ে পাবনা জেলার ১৫ জন গুণীজনকে সম্মাননা দেওয়া হয়েছে। ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের ক্রমানুসারে এঁদেরকে সম্মাননা প্রদান করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান সরকার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমী পাবনার জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান সৌমি।
বিভিন্ন বিষয়ে জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা পেলেন যারাঃ ২০১৭ সালে – কন্ঠসঙ্গীতে মোঃ আমিরুল ইসলাম, নাট্যকলায় – মোঃ মোজাম্মেল হক, লোকসংস্কৃতি – বাউল তোফাজ্জল হোসেন বয়াতি, সাংস্কৃতিক সংগঠক – আব্দুদ দাইন সরকার, আবৃত্তি – সারোয়ার খান মিলন; ২০১৮ সালে – কন্ঠসঙ্গীতে – ফুল রেনু রায়, নাট্যকলায় – ফরিদুল ইসলাম খোকন, লোকসংস্কৃতিতে – আবু হানজালা, চলচ্চিত্রে – মোঃ ওহিদুজ্জামান ( দেওয়ান বাদল), সাংস্কৃতিক সংগঠক – ড. মোঃ হাবিবুল্লাহ; ২০১৯ সালে – সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন-ললিতকলা কেন্দ্র ( ইফা),কন্ঠসঙ্গীতে – প্রলয় চাকী, নাট্যকলায় – শ্রী গণেশ চন্দ্র দাস, আবৃত্তিতে – স্বাধীন কুমার মজুমদার, যন্ত্র সঙ্গীতে – মোঃ জিল্লুর রহমান সোহেল।
অনুষ্ঠানে জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাবনায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ৯ লাখ টাকা ছিনতাই আজ প্রখ্যাত সাংবাদিক কলামিষ্ট ও রাজনীতিক প্রয়াত রণেশ মৈত্রর ৯০তম জন্মদিন শব্দদুষণ রোধে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মোবাইল কোর্টের অভিযান সুজানগর পূজা মন্ডপে আর্থিক অনুদান দিলেন আ.লীগ নেতা সবুজ
সংবাদ প্রকাশের জেরে ঈশ্বরদীতে সাংবাদিকের অফিস ভাঙচুর – ক্যামেরা লুট বরেণ্য সাংবাদিক তোয়াব খান মারা গেছেন শাহজাদপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ ফুলবাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত আদ্-দ্বীন হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মহাষষ্ঠী পুজার মধ্যে দিয়ে শনিবার থেকে পাবনার আটঘরিয়ায় ১৮ মন্ডপে শারদীয় দুর্গা পুজা শুরু