পাবনায় বেশি দামে সিগারেট বিক্রির অভিযোগে পুলিশের অভিযান
- প্রকাশিত সময় ০৮:২৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯
- / 117
পাবনা সংবাদদাতাঃ পাবনার বিভিন্ন স্থানে বেশি দামে সিগারেট বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেন পুলিশ। মঙ্গলবার ৬ আগষ্ট সকাল থেকে তারা এই অভিযান পরিচালনা করেন। এ সময় অনেক খুচরা দোকানদারদের মুচলেকা নিয়ে সঠিক দামে সিগারেট বিক্রির আশ্বাসে ছেড়ে দেওয়া হয়।
পাবনা সদর থানার এসআই একরামুল জানায়, বৃটিশ অ্যামেরিকান টোব্যাকো কোম্পানির ডারবি সিগারেটের নির্ধারিত মূল্য প্রতি শলাকা ৪ টাকার পরিবর্তে ৫ টাকা শলাকা প্রতি একটাকা বেশী মুল্যে বিক্রি করছিলেন। ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে এবং বেশি দামে সিগারেট বিক্রির সত্যতা নিশ্চিত হয়ে আমাদের এই অভিযান পরিচালনা করা হয়।
শহরের বাস টার্মিনাল এলাকার আশরাফ ষ্টোর, দই বাজারের জামান স্টোর, সুমনা ষ্টোর ও ইত্যাদী ষ্টোর ও রুপকথা গলির বিপুল ষ্টোর ও সম্ভু ষ্টোরসহ শহরের বিভিন্ন স্থানে অভিযানটি পরিচালনা করা হয়।
বৃটিশ অ্যামেরিকান টোব্যাকো কোম্পানির ডিষ্ট্রিবিউটর মার্কেট এক্সপ্রেস লিমিটেড এর প্রতিনিধিরা জানান, প্রতি বছর বাজেট ঘোষণার আগে ও পরে কিছু অসাধু ব্যবসায়ী সরকার ও কোম্পানির নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করে বাজার অস্থিতিশীল করে। ফলে ভোক্তারা বিভিন্ন ভাবে প্রতারিত হয়ে থাকেন। তাই ভোক্তারা যেন সঠিক মূল্য দিয়ে সিগারেট কিনতে পারেন, সেদিকে যেমন কোম্পানির দৃষ্টি রয়েছে, তেমনি দোকানিরা যেন সঠিক মুনাফা রেখে সিগারেট বিক্রি করে সে ব্যাপারেও সতর্ক দৃষ্টি রয়েছে। তবে ভোক্তারা ক্ষতিগ্রস্থ হোক এমনটি আমাদের প্রতিষ্ঠান প্রত্যাশা করেন না।