মা ইলিশ রক্ষায় সরকারঘোষিত নিষেধাজ্ঞা ৭-২৮ অক্টোবর মাছধরা বন্ধের ক্যাম্পেইন, ভ্রাম্যমান আদালত
- প্রকাশিত সময় ১০:৩১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / 110
পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ন, অক্টোবর ৭, ২০২২
ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় সরকার ০৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা,পরিবহন, বিপণন, ও বিক্রয় নিষিদ্ধ করেছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য পাবনা জেলা প্রশাসন মনিটরিং কার্যক্রম জোরদার করেছে।
সকালে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পাবনা পৌর এলাকার বড় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মুরাদ হোসেন প্রামাণিক এবং জেলা মৎস্য অফিসের কর্মকর্তাগণ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ইলিশ সংরক্ষণে সরকার কর্তৃক নির্ধারিত সময়ে পাবনা জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত রাখবে।
পাবনায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ৯ লাখ টাকা ছিনতাই আজ প্রখ্যাত সাংবাদিক কলামিষ্ট ও রাজনীতিক প্রয়াত রণেশ মৈত্রর ৯০তম জন্মদিন শব্দদুষণ রোধে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মোবাইল কোর্টের অভিযান সুজানগর পূজা মন্ডপে আর্থিক অনুদান দিলেন আ.লীগ নেতা সবুজ
সংবাদ প্রকাশের জেরে ঈশ্বরদীতে সাংবাদিকের অফিস ভাঙচুর – ক্যামেরা লুট বরেণ্য সাংবাদিক তোয়াব খান মারা গেছেন শাহজাদপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ ফুলবাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত আদ্-দ্বীন হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মহাষষ্ঠী পুজার মধ্যে দিয়ে শনিবার থেকে পাবনার আটঘরিয়ায় ১৮ মন্ডপে শারদীয় দুর্গা পুজা শুরু