ঈশ্বরদীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- প্রকাশিত সময় ০২:২৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
- / 216
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ন, অক্টোবর ৮, ২০২২
পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইশতিয়াক আহমেদ (২৮) ও সালাউদ্দিন আহম্মেদ (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত অপর একজনের চিকিৎসা চলছে।
শনিবার (৮ অক্টোবর) সন্ধা আনুমানিক সাড়ে ৭টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নে দাশুড়িয়-পাকশী মহাসড়কের মুন্নার মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ওই মোটর-সাইকেল চালক নাটোরের গুরুদাসপুর উপজেলার দিয়াঘাট ইউনিয়নের মোল্লার হাট এলাকার শফিকুল ইসলামের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে। নিহত ইশতিয়াকের একটি মুদি দোকান রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানান,শনিবার (৮ অক্টোবর) সন্ধা ৭ টার দিকে কুষ্টিয়ার দিক থেকে আসা যাত্রীবাহী বাস রাজশাহী অভিমুখে যাচ্ছিল। এ সময় নাটোর থেকে আসা কুষ্টিয়া অভিমুখী একটি মোটর-সাইকেলে চালকসহ দুইজন আরোহী ছিল। পথিমধ্যে যাত্রীবাহী বাসটি ওভারটেক করতে গিয়ে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইশতিয়াক নামের মোটর-সাইকেল চালক ঘটনাস্থল মারা যায়। এদিকে ওই বাসের চালক-হেলপার কৌশলে যাত্রীবাসী বাসটি ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা প্রথমে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে মোটর-সাইকেলের দুই আরোহীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। রাজশাহী নেয়ার পথে চালকের সঙ্গীরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল ঘটনা নিশ্চিত করেন। তিনি আরো জানান, পাকশী হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ওই বাসটি উদ্ধার করছে। চালক-হেলপার পলাতক রয়েছে। এ ব্যাপারে পাকশী হাইওয়ে থানায় সড়ক-দূর্ঘটনা আইনে একটি নিয়মিত মামলা নথিভূক্ত হয়েছে। নিহত ইশতিয়াকের স্বজনদের খবর পাঠানো হয়েছে। অভিযোগ না পেলেও মামলা নথিভূক্ত হবে। তবে নিহতদের দলীয় রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি প্রশাসন। স্থানীয় সূত্রে একজন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।
ঈশ্বরদীতে ‘অদৃশ্য’ ঘটনায় থানায় মামলা – এলাকাবাসীর সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মা ইলিশ রক্ষায় সরকারঘোষিত নিষেধাজ্ঞা ৭-২৮ অক্টোবর মাছধরা বন্ধের ক্যাম্পেইন, ভ্রাম্যমান আদালত পাবনায় ১৫ জন গুণীজনকে “জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা” প্রদান পাবনায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ৯ লাখ টাকা ছিনতাই আজ প্রখ্যাত সাংবাদিক কলামিষ্ট ও রাজনীতিক প্রয়াত রণেশ মৈত্রর ৯০তম জন্মদিন শব্দদুষণ রোধে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মোবাইল কোর্টের অভিযান সুজানগর পূজা মন্ডপে আর্থিক অনুদান দিলেন আ.লীগ নেতা সবুজ
সংবাদ প্রকাশের জেরে ঈশ্বরদীতে সাংবাদিকের অফিস ভাঙচুর – ক্যামেরা লুট বরেণ্য সাংবাদিক তোয়াব খান মারা গেছেন শাহজাদপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ