পাবনায় ১৫দিনব্যাপী ঐতিহ্যবাহী দুবলিয়া শিল্প মেলা শুরু
- প্রকাশিত সময় ১১:৪২:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
- / 146
পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ন, অক্টোবর ৯, ২০২২
পাবনা সদর উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়নে ১৫দিনব্যাপী ঐতিহ্যবাহী দুবলিয়া শিল্প মেলা শুরু হয়েছে।
রবিবার রাতে দুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে মাসব্যাপী এ মেলার উদ্বোধন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
পরে মাঠেই অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
বক্তব্য কালে তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই মেলাকে টিকিয়ে রাখতে হবে। যাতে নতুন প্রজন্ম অতীত ইতিহাস সম্পর্কে জানতে পারে। এ মেলার মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তাও সৃষ্টি হচ্ছে।
তিনি আরো বলেন, আধুনিক সভ্যতার ভীরে এসব ঐতিহ্যবাহী মেলা হারানোর পথে।
এ সময় দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন’র সভাপতিত্বে আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান, ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রইস উদ্দিন,দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন খান প্রমুখ।
মেলায় বিভিন্ন ধরনের প্রায় কয়েক শত স্টল স্থান পেয়েছে। সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ।
ভাঙ্গুড়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঈশ্বরদীর শিপন প্যাকেজিংয়ের বিপুল পরিমান অবৈধ পলিথিনসহ গ্রেফতার ২ ঈশ্বরদীতে ‘অদৃশ্য’ ঘটনায় থানায় মামলা – এলাকাবাসীর সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মা ইলিশ রক্ষায় সরকারঘোষিত নিষেধাজ্ঞা ৭-২৮ অক্টোবর মাছধরা বন্ধের ক্যাম্পেইন, ভ্রাম্যমান আদালত পাবনায় ১৫ জন গুণীজনকে “জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা” প্রদান পাবনায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ৯ লাখ টাকা ছিনতাই আজ প্রখ্যাত সাংবাদিক কলামিষ্ট ও রাজনীতিক প্রয়াত রণেশ মৈত্রর ৯০তম জন্মদিন শব্দদুষণ রোধে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মোবাইল কোর্টের অভিযান সুজানগর পূজা মন্ডপে আর্থিক অনুদান দিলেন আ.লীগ নেতা সবুজ
বরেণ্য সাংবাদিক তোয়াব খান মারা গেছেন