ভেড়ামারায় ৭ বিঘা জমির ফসল কেটে দিয়েছে দূর্বৃত্তরা
- প্রকাশিত সময় ০৪:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / 85
ভেড়ামারা সংবাদদাতা
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ন, অক্টোবর ১০, ২০২২
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চাঁদগ্রাম মাঠ পাড়ায় ৭ বিঘা জমির ফূলকপি ও বেগুন রাতের আধারে কেটে ফেলে ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা।
গত রোববার দিবাগত রাতে ৭ বিঘার জমির ফসল কেটে ফেলে রেখে যায়।জানাগেছে, চাঁদগ্রামে দুই গোষ্ঠীর চলমান রেষারেষির সুযোগ নিয়ে দূর্বৃত্তরা মাঝে মধ্যে ফসলের এ ধরনের ক্ষতিসাধন করে যাচ্ছে।
এবার ওই গ্রামের কৃষক হেলালের ৫ বিঘা জমিতে লাগানো ফুলকপি ও শরিফের ২ বিঘা বেগুন ফসলি গাছ রাতের আধারে ফেটে ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী ওই কৃষক।
ক্ষতিগ্রস্ত কৃষক হেলাল ও শরিফ নামে দুই ভাই জানান, জমি বর্গা নিয়ে ও টাকা ঋণ নিয়ে ফুলকপি ও বেগুনের চাষ করতে শুরু করেছে তারা। গত দুই মাস বয়সের ফুলকপি বিক্রি করার উপযোগী হয়ে উঠে। আর ২০ দিন পরেই জমির ফসল বিক্রি করার উপযোগী হয়ে উঠার কথা। কিন্তু বেগুন ধরা গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা।
শরিফ আরও বলেন শত্রুতা করে আমাদের এ ক্ষতি করেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা দুই ভাই সর্বস্বান্ত হয়ে গেলাম। থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছে বলে সে জানায়। স্থানীয় বাসিন্দা হাজী মো. আব্দুল রহমান বলেন, দ্বন্দ্ব, রেষারেষি খেসারত দিচ্ছে নিরীহ কৃষকেরা। কে বা কাহারা রাতের অন্ধকারে ফসল হানি করেই যাচ্ছে। যারাই এই কাজ করুক না কেন তারা মনুষ্যত্বহীন। তাদের অতিদ্রুত বিচার হওয়া দরকার।
চাঁদগ্রাম ইউপির ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবু হোসেন বলেন, রাতের আধারে দূর্বৃত্তরা হেলালের ফুলকপি ও শরিফের বেগুনের আবাদি ফসল কেটে দিয়েছে। সকালে জমির কাটা ফসল দেখতে গিয়ে দেখি আর কয়েকদিন পর বিক্রয় উপযোগী হয়ে যেত। অনেক টাকার ফসল ক্ষতি হয়ে গেছে তাদের।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পাবনায় পরকীয়ার জেরে এসিড দিয়ে স্ত্রীকে নির্মমভাবে হত্যা, মামলা নিচ্ছে না পুলিশ! আটঘরিয়ায় ব্যাপকভাবে চোখের ভাইরাস ছড়িয়ে পড়ছে সিংড়ায় দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নিহত পাবনায় ১৫দিনব্যাপী ঐতিহ্যবাহী দুবলিয়া শিল্প মেলা শুরু ভাঙ্গুড়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঈশ্বরদীর শিপন প্যাকেজিংয়ের বিপুল পরিমান অবৈধ পলিথিনসহ গ্রেফতার ২ ঈশ্বরদীতে ‘অদৃশ্য’ ঘটনায় থানায় মামলা – এলাকাবাসীর সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মা ইলিশ রক্ষায় সরকারঘোষিত নিষেধাজ্ঞা ৭-২৮ অক্টোবর মাছধরা বন্ধের ক্যাম্পেইন, ভ্রাম্যমান আদালত পাবনায় ১৫ জন গুণীজনকে “জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা” প্রদান আজ প্রখ্যাত সাংবাদিক কলামিষ্ট ও রাজনীতিক প্রয়াত রণেশ মৈত্রর ৯০তম জন্মদিন