ঈশ্বরদীতে জমি-জমার দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ: আহত ৭
- প্রকাশিত সময় ১১:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / 210
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ন, অক্টোবর ১০, ২০২২
ঈশ্বরদীর সাড়া গোপালপুরে জমিজমার দখলকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহতরা হলেন মোঃ রিয়াজুল ইসলাম (৪৫) ও তার ভাই মোঃ ইনামুল হোসেন (৫৫), মোঃ রাজন আলী প্রামানিক (২৬) ও তার ভাই-ভাবী যথাক্রমে সুজন ও লাইলী বেগম (৩৫)।
রবিবার ৯ অক্টোবর দুপুর আড়াইটার দিকে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের সাড়া গোপালপুর গ্রামের মহান্নবীপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এসংঘর্ষের জেরে উভয়পক্ষই একাধিকজনকে আসামী করে থানায় এজাহার দায়ের করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জেরে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
উভয় পক্ষের আহতের পরিবারের সাথে কথা বললে তারা একে অন্যকে দোষারোপ করে এবং জমি তাদের নিজেদের বলে দাবি করে।
আহত রাজনের বোন একজন বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার অভিযোগ করে বলেন, আমার দাদা কোরবান আলী একজন বীর মুক্তিযোদ্ধা ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। অথচ আমরা লাঞ্ছিত হচ্ছি, আমাদের বাড়িতে সন্ত্রাসী হামলা হচ্ছে।
রাণীনগরে আগাছানাশক বিষ ছিটিয়ে তিন কৃষকের জমির ধান বিনষ্ট করার অভিযোগ নকল বিড়ি বন্ধে সোচ্চার সিরাজগঞ্জ বিড়ি মালিক ও শ্রমিকরা ভেড়ামারায় ৭ বিঘা জমির ফসল কেটে দিয়েছে দূর্বৃত্তরা পাবনায় পরকীয়ার জেরে এসিড দিয়ে স্ত্রীকে নির্মমভাবে হত্যা, মামলা নিচ্ছে না পুলিশ! আটঘরিয়ায় ব্যাপকভাবে চোখের ভাইরাস ছড়িয়ে পড়ছে সিংড়ায় দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নিহত পাবনায় ১৫দিনব্যাপী ঐতিহ্যবাহী দুবলিয়া শিল্প মেলা শুরু ভাঙ্গুড়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঈশ্বরদীর শিপন প্যাকেজিংয়ের বিপুল পরিমান অবৈধ পলিথিনসহ গ্রেফতার ২ ঈশ্বরদীতে ‘অদৃশ্য’ ঘটনায় থানায় মামলা – এলাকাবাসীর সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ