প্রকাশিত সময়
১১:৫৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
/ 113
দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুরে লক্ষ্মীপূজা উপলক্ষে গত সোমবার (১০ অক্টোবর) বিকেলে এবারো ব্যাপক নারীর সমাগমে বসেছিল ৬৩ বছরের ঐতিহ্যবাহী বউমেলা। এ মেলায় শুধু নারীরাই ক্রেতা। নারীরা মেলায় থাকাকালিন মেলায় ঢুকতে পারেন না কোনো পুরুষ | ছবি: স্বতঃকণ্ঠ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ন, অক্টোবর ১০, ২০২২
দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুরে লক্ষ্মীপূজা উপলক্ষে গত সোমবার (১০ অক্টোবর) বিকেলে এবারো ব্যাপক নারীর সমাগমে বসেছিল ৬৩ বছরের ঐতিহ্যবাহী বউমেলা। এ মেলায় শুধু নারীরাই ক্রেতা। নারীরা মেলায় থাকাকালিন মেলায় ঢুকতে পারেন না কোনো পুরুষ। এমনটি কারো জামাইকেও প্রবেশ করতে দেয়া হয় না নারীরা মেলায় থাকাকালিন।
ঐতিহ্যবাহী সুজাপুর সার্বজনীন দুর্গামন্দির চত্বরে শিশু আর নারীদের জন্য আয়োজিত এই মেলা চত্বরের আশপাশে বিপুলসংখ্যক পুরুষ ভিড় জমালেও থাকে না তাঁদের মেলায় প্রবেশের কোনো অনুমতি। বিক্রেতার মধ্যে পুরুষ থাকলেও শিশু ও নারী ক্রেতাদের নিয়ে জমে উঠেছিল দিনব্যাপী ঐতিহ্যবাহী এই বউমেলাটি। তবে মেলা থেকে নারীরা বেরিয়ে আসার পর সন্ধ্যায় ভাঙা মেলায় প্রবেশের অনুমতি পান।