রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ানদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
- প্রকাশিত সময় ০২:২৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- / 227
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ন, অক্টোবর ১৫, ২০২২
বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
“একটি পরিচ্ছন্ন সুন্দর শহর গড়ার কাজ শুরু হোক আপনার হাতেই। মন ভালো করতে মাতুন পরিচ্ছন্নতার উৎসবে।” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ১৫ অক্টোবর সকাল ৯ ঘটিকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটির সামনে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠান আসে (ASE), নিকিমথ (Nikimth), রোসাটম (Rosatom) সহ অন্যান্য কোম্পানির রাশিয়ান নাগরিক, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এই পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান আসে(ASE) কোম্পানিতে কর্মরত তাতিয়ানার উদ্যোগ ও ব্যবস্থাপনায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোক্তা তাতিয়ানা এ সম্পর্কে বলেন, আমি এ কাজ করতে পেরে খুবই আনন্দিত। আমার সহকর্মীবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে সহযোগীতা করেছে। এখানের মানুষজন খুবই আন্তরিক ও বন্ধুসুলভ।
তিনি আরও বলেন, এটা আমরা প্রাথমিকভাবে শুরু করেছি। প্রতি ৩ মাস অন্তর অন্তর এ অভিযান পরিচালিত হবে। এখানে আমরা সবাই বসবাস করি এবং আমাদের সকলেরই পরিস্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন। যা আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যাবশ্যকীয়।
পরিচ্ছন্নতা সম্পর্কিত বিষয়ে তাতিয়ানা বলেন, আমি এদেশের গ্রামগুলোতে ঘুরে বেড়িয়েছি, সেগুলো খুবই সুন্দর এবং পরিস্কার পরিচ্ছন্ন। গ্রামে কেউ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে না। তারা তাদের বাড়ির আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখে। কিন্তু এখানে ডাস্টবিন না থাকার কারনে সাধারণ মানুষজন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে। এবিষয়ে আমরা স্থানীয় কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং তাদেরকে এখানে আবর্জনা ব্যবস্থাপনার জন্য আমরা অনুরোধ করবো।
পরিচ্ছনতা অভিযানের জন্য হ্যান্ড গ্লোভস, মাস্ক, বেলচা, বস্তা সরবরাহ করা হয়।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গ্রিন সিটির সামনের আবর্জনা পরিস্কার করা হয়। পরে ট্রাকে করে সংগৃহীত আবর্জনা সরিয়ে ফেলা হয়।
তাতিয়ানা এ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানান।
গ্যারকার বিলে কচুরীপানায় হাজার হাজার একর জমির আমন ধান নষ্টের আশঙ্কা ঈশ্বরদীতে বিটুমিনের ড্রামে দগ্ধ রাকিবের মৃত্যু আটঘরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস উদযাপন চাটমোহরে অটোবাইক চালকের মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে জমি-জমার দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ: আহত ৭ রাণীনগরে আগাছানাশক বিষ ছিটিয়ে তিন কৃষকের জমির ধান বিনষ্ট করার অভিযোগ নকল বিড়ি বন্ধে সোচ্চার সিরাজগঞ্জ বিড়ি মালিক ও শ্রমিকরা ভেড়ামারায় ৭ বিঘা জমির ফসল কেটে দিয়েছে দূর্বৃত্তরা পাবনায় পরকীয়ার জেরে এসিড দিয়ে স্ত্রীকে নির্মমভাবে হত্যা, মামলা নিচ্ছে না পুলিশ! আটঘরিয়ায় ব্যাপকভাবে চোখের ভাইরাস ছড়িয়ে পড়ছে