ঈশ্বরদী প্রেস ক্লাবের অচলাবস্থার অবসানে নতুন কমিটি ঘোষণা
- প্রকাশিত সময় ০১:৪৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
- / 196
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ন, অক্টোবর ১৬, ২০২২
দীর্ঘ ৭ বছর ধরে চলে আসা অচলাবস্থার নিরসন করে অবশেষে ঐতিহ্যবাহী ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার ( ১৫ অক্টোবর)দুপুরে অনুষ্ঠিত একাধিকবার ‘মুলতবি সাধারণ সভায়’ দৈনিক ভোরের কাগজের ঈশ্বরদী প্রতিনিধি ও সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণকে সভাপতি ও সাপ্তাহিক জয়পত্র পত্রিকার আব্দুল বাতেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পূর্বতন কমিটির গঠনপ্রক্রিয়া থেকে শুরু করে নানা অনিয়মের বিরুদ্ধে ক্লাবের কতিপয় সদস্য আদালতে মামলা দায়ের করলে পরবর্তীতে ক্লাবের কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। কমিটির মেয়াদ দুবছরের স্থলে ৭ বছর অতিক্রান্ত হয়। পরে সাংসদ নূরুজ্জামান বিশ্বাসের সিদ্ধান্তে বাদীপক্ষ মামলা প্রত্যাহার করলে বিবাদীরা সাধারণসভা ও কমিটি গঠনে বাধ্য হয়। তবে ইতিমধ্যে ক্লাবে চরম অনৈক্যের মধ্যে এই প্রেসক্লাব ভেঙ্গে আরো ৩টি প্রেসক্লাবের জন্ম হয়।
অনুষ্ঠিত মুলতবি সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আজীবন সদস্য ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছহাক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, সহসভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ্, যুগ্মসম্পাদক আব্দুস সালাম খাঁন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল প্রমূখ।
সভায় উপস্থিত সকল সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অন্যেরা হলেন, সহ-সভাপতি কে এম আবুল বাসার (ঈশ্বরদীর কাগজ) , খন্দকার মাহবুবুল হক দুদু (আজকের পত্রিকা ও অবজারভার), আব্দুল মান্নান টিপু (সাপ্তাহিক সমকোণ), সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস (নয়া আন্দোলন), সেলিম সরদার (সমকাল ও সাপ্তাহিক ঈশ্বরদী), মহিদুল ইসলাম (প্রথম সকাল), কোষাধ্যক্ষ শেখ মহসিন (মানবকন্ঠ ও সময়ের ইতিহাস), সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু (দৈনিক লোকায়ন), সহ-সাংগঠনিক সম্পাদক মিশুক প্রধান (সাপ্তাহিক স্বঃকাল বাংলা), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফজলুর রহমান ফান্টু (চেতনায় ঈশ্বরদী), দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম রিংকু (পদ্মার খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক টিপু সুলতান (বাংলা নিউজ২৪.কম), সমাজ কল্যাণ সম্পাদক শেখ মেহেদী (দৈনিক কালের কণ্ঠ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন (বাংলাদেশ পোষ্ট ও জনদৃষ্টি) ক্রীড়া সম্পাদক ওয়াহেদ আলী সিন্টু (সময় নিউজ), (দৈনিক আমাদের সময়), নির্বাহী সদস্য – আ ত ম শহীদুজ্জামান নাসিম (দৈনিক সংবাদ), এম এম রাজা (ইনকিলাব), আবুল হাশেম (দৈনিক উন্নয়নের কথা), লাহিড়ী মিন্টু (ভোরের পাতা), আলমাস আলী (নয়া আন্দোলন), ওহিদুজ্জামান টিপু (বীর বাংলা) ও আহসান হাবীব (বাংলাদেশ সময়)।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ানদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গ্যারকার বিলে কচুরীপানায় হাজার হাজার একর জমির আমন ধান নষ্টের আশঙ্কা ঈশ্বরদীতে বিটুমিনের ড্রামে দগ্ধ রাকিবের মৃত্যু আটঘরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস উদযাপন চাটমোহরে অটোবাইক চালকের মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে জমি-জমার দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ: আহত ৭ রাণীনগরে আগাছানাশক বিষ ছিটিয়ে তিন কৃষকের জমির ধান বিনষ্ট করার অভিযোগ নকল বিড়ি বন্ধে সোচ্চার সিরাজগঞ্জ বিড়ি মালিক ও শ্রমিকরা ভেড়ামারায় ৭ বিঘা জমির ফসল কেটে দিয়েছে দূর্বৃত্তরা পাবনায় পরকীয়ার জেরে এসিড দিয়ে স্ত্রীকে নির্মমভাবে হত্যা, মামলা নিচ্ছে না পুলিশ!