বাঘায় তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী হিরোইন ও ইয়াবাসহ আটক
- প্রকাশিত সময় ০৬:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
- / 154
বাঘা (রাজশাহী)প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ন, অক্টোবর ১৬, ২০২২
রাজশাহীর বাঘায় শরিফ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার(১৫ অক্টোবর) দিবাগত রাতে মীরগঞ্জ রেশম বোর্ড এলাকা থেকে হেরোইন ও ইয়াবাসহ তাকে আটক করা হয়।আটককৃত শরিফ উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
থানা সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশের সঙ্গীয় ফোর্স উপজেলার মীরগঞ্জ এলাকায় অবস্থিত রেশম বোর্ডের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাদক ব্যবসায়ী শরিফ(৩৫)কে আটক করে পুলিশ। এ সময় তার কাছে ২৫ গ্রাম হেরোইন এবং ২১ পিস ইয়াবা পাওয়া যায়।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন জানান,শরিফ তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে রবিবার(১৬ অক্টোবর) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঈশ্বরদী প্রেস ক্লাবের অচলাবস্থার অবসানে নতুন কমিটি ঘোষণা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ানদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গ্যারকার বিলে কচুরীপানায় হাজার হাজার একর জমির আমন ধান নষ্টের আশঙ্কা ঈশ্বরদীতে বিটুমিনের ড্রামে দগ্ধ রাকিবের মৃত্যু আটঘরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস উদযাপন চাটমোহরে অটোবাইক চালকের মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে জমি-জমার দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ: আহত ৭ রাণীনগরে আগাছানাশক বিষ ছিটিয়ে তিন কৃষকের জমির ধান বিনষ্ট করার অভিযোগ নকল বিড়ি বন্ধে সোচ্চার সিরাজগঞ্জ বিড়ি মালিক ও শ্রমিকরা ভেড়ামারায় ৭ বিঘা জমির ফসল কেটে দিয়েছে দূর্বৃত্তরা