জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে অন্তঃসত্ত্বা গৃহবধুসহ ৪ জনকে পিটিয়ে জখম
- প্রকাশিত সময় ০৮:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
- / 198
ঈশ্বরদী উপজেলা হেলথ কমপ্লেক্স চিকিৎসাধীন সেলিনা বেগম | ছবি: স্বতঃকণ্ঠ
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ন, অক্টোবর ১৬, ২০২২
পাবনার ঈশ্বরদীতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে অন্তঃসত্ত্বা গৃহবধু মোছাঃ সেলিনা বেগম (৩৫)সহ ৪ জনকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে৷
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল আনুমানিক ৭ ঘটিকার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত সেলিনা খাতুনের স্বামী মো. ওহিদুল মন্ডল বাদি হয়ে ঈশ্বরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, একই এলাকার মৃত আজিম উদ্দিনের সন্তান মো. তরিকুল ইসলাম (৪৫) ও মো. হাবিবুল ইসলাম (৪০) এবং মো. মুন্টু প্রাং এর ছেলে মো. সন্টু প্রাং এর সাথে জমিজমা নিয়ে রেশারেশি চলে আসছিলো দীর্ঘদিন ধরে। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে আমার বাড়ি সংলগ্ন জমিতে বেড়া দেয়াকে কেন্দ্রকরে বাড়ির পাশে এসে তারা আমাদের উদ্দেশ্য করে নানা অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। এ সময় আমার স্ত্রী মো.সেলিনা বেগম তাদের গালাগাল করতে নিষেধ করেন এবং সেখান থেকে চলে যেতে বলেন। আমার স্ত্রীর এমন কথাতে তারা ক্ষীপ্ত হয়ে তাকে মারতে শুরু করেন। তাদের আঘাতে আমার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়লে আসমীরা তাকে মারতে মারতে বিবস্ত্র করে ফেলে। এসময় তার চিৎকার শুনে আমি এবং আমার দুই সন্তান এগিয়ে গেলে তারা আমাদের উপর ও সন্ত্রাসী কায়দায় প্রহার করতে থাকে। এতে আমরা সবাই গুরুতর আহত হয়ে পড়ি। এ সময় আমাদের চিৎকারে প্রতিবেশীরা এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ডিউটি অফিসার এস আই রবিউল ইসলাম জানান, এই ঘটনার অভিযোগ আমরা পেয়েছি৷ তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে৷
বেনাপোল স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকের চাপায় প্রাণ গেলো ভারতীয় ট্রাক চালকের