নতুনহাট লাদেন মোড়ে রাস্তায় গভীর গর্ত ॥ দুর্ঘটনার শংকা
- প্রকাশিত সময় ০১:৩৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
- / 165
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ন, অক্টোবর ২২, ২০২২
পাবনার ঈশ্বরদীর নতুন হাট থেকে সাহাপুর ইউনিয়নের মসজিদ মোড় পর্যন্ত পাকা রাস্তাটির বিভিন্ন স্থানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। বিটুমিন ভেঙ্গে পকেট হয়ে রাস্তা সরু হয়ে গেছে। ফলে প্রতিদিন এই ব্যস্ততম রাস্তাটি দিয়ে চলাচল করা ছোট বড় কয়েকশত যানবাহন দূর্ঘটনার দারুণ শংকা নিয়ে চলাচল করছে। যেকোন সময় ঘটতে পারে প্রাণহানির মতো দূর্ঘটনা। এছাড়াও প্রতিদিন রাস্তাটিতে ছোট ছোট দূর্ঘটনা ঘটেই চলেছে।
পথচারীদের সুত্রে জানা যায়, নতুনহাটমোড় থেকে সাহাপুর মসজিদমোড় পর্যন্ত যাওয়া এক কিলোমিটার পাকা রাস্তাটির কয়েক জায়গায় বৃষ্টির পানি জমে ভয়াবহ আকারে ভেঙ্গে গেছে। রাস্তায় জমিয়ে যাওয়া পানি বের হওয়া ড্রেন বন্ধ করে দিয়েছে স্থানীয় জয়নাল মন্ডলের ছেলেরা। এই কারণে দুই জায়গায় সব সময় পানি জমে থাকায় যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। একই সঙ্গে রাস্তাটির লাদেন মোড়ের পশ্চিমপাড়ে এক হোমিও ডাক্তারের কারণে রাস্তাটি কয়েক ফুট ভেঙ্গে পকেট হয়ে গেছে। রাতে অন্ধকারে চলতে গিয়ে অসাবধানতাবশত ছোট ছোট যানবাহনগুলো প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে।
উপজেলা প্রকৌশলী অফিসের দাবী রাস্তার পাশের জমির কয়েকজন মালিকদের কারণে রাস্তাটি ভেঙ্গে যাচ্ছে। কয়েক দফা প্যালসেটিং করে রাস্তাটি রক্ষার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। রাস্তাটি আবার ভেঙ্গে যাচ্ছে।
লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে অন্তঃসত্ত্বা গৃহবধুসহ ৪ জনকে পিটিয়ে জখম বেনাপোল স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকের চাপায় প্রাণ গেলো ভারতীয় ট্রাক চালকের আইন-শৃঙ্খলা উন্নত ও গতিশীল রাখতে পুলিশের স্পেশাল মহড়া শাহজাদপুরে বাঘায় তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী হিরোইন ও ইয়াবাসহ আটক ঈশ্বরদী প্রেস ক্লাবের অচলাবস্থার অবসানে নতুন কমিটি ঘোষণা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ানদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গ্যারকার বিলে কচুরীপানায় হাজার হাজার একর জমির আমন ধান নষ্টের আশঙ্কা ঈশ্বরদীতে বিটুমিনের ড্রামে দগ্ধ রাকিবের মৃত্যু আটঘরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস উদযাপন