পাবনা শহরের হাজী মহসিন রোডে নির্মিতব্য সাত তলা ভবন হেলে যাওয়ার অভিযোগ : আশপাশের ভবনে ফাটল : জনমনে আতংক
- প্রকাশিত সময় ০১:৩৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- / 102
বার্তা সংস্থা পিপ
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ন, অক্টোবর ২৪, ২০২২
পাবনা শহরের হাজী মহসিন রোডে পাশের হাজী আব্দুল গনি রোডস্থ (অ্যাডভোকেট হামিদুর রহমানের বাড়ির বিপরীতে) নির্মিতব্য একটি সাত তলা ভবন হেলে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে ঐ ভবনের আশপাশের আরও চারটি ভবনে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে করে স্থানীয় জনমনে আতংকের সৃষ্টি হয়েছে। অনেকে ভয়ে দোকানপাট বন্ধ রেখেছেন। অনেকে ঐ রাস্তায় চলাচল বন্ধ করে দিয়েছেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, পাবনা শহরের হাজী মহসিন রোডের মৃত ওমেদ আলীর ছেলে পাবনা কলেজের লাইব্রেরিয়ান মো. আতাউর রহমান রতন ও তার ছোট ভাই আব্দুর রহমান মানিক “রহমান ম্যানসন” নাম দিয়ে ৩ দশমিক ৮৪ শতাংশের উপর একটি সাত তলা ভবন নির্মাণ শুরু করেন। ঐ ভবন নিমার্নের সময় পাইলিং করা হলেও পাইলিং স্থায়ী বা শক্ত হওয়ার আগেই তারা ভবন নির্মাণ কাজ শুরু করেন। এতে করে সাত ভবন হেলে পড়েছে বলে এলাকার মানুষজন অভিযোগ করেছেন।
সুত্র জানায়, বালু পাইলিং করার পর তা ভিজিয়ে কমপক্ষে তিন মাস ফেলে রাখতে হয়। এ ক্ষেত্রে তার কোন কিছুই করা হয়নি। ফলে সাত তলা পর্যন্ত নির্মানের পর আশপাশের মো, হাফিজুর রহমান, জাহিদ হোসেন জামিম, সাইদুর রহমান ও বাদশা বিশ্বাসের ৪টি ভবনের একাধিক অংশে ফাটল দেখা দিয়েছে।
ভবনের পাশের বাসিন্দা মো, হাফিজুর রহমান জানান, রতন ও মানিক তরিঘরি করে “রহমান ম্যানসন” নাম দিয়ে ভবনের মালিক দোতালা পর্যন্ত দোকানের পজেশন বিক্রি করেছেন। কোন প্রকান গৃহ ঋৃণ ছাড়াই এত বড় ভবন নির্মাণ করায় বিষয়টি দুর্নীতি কমন কমিশনের তদন্ত করা উচিত বলে তিনি মত দেন।
ভবনের পাশের আরেক বাসিন্দা মো. সাইদুর রহমান জানান, শুধুমাত্র দোকান বিক্রি করার জন্য তরিঘরি করে কম দামের ইট বালু সিমেন্ট দিয়ে বাড়ী বানানো হচ্ছে।
তিনি আরও বলেন, এই সাততলা ভবনের ভাড়ে তার ভবনের অনৈক জায়গায় ফাটল ধরেছে।
ভবনের পাশের আরেক বাসিন্দা জাহিদ হোসেন জামিম জানান, আমরা বিষয়টি নিয়ে ভবন মালিক ও পৌরসভা কর্তৃপক্ষকে জানিয়েছি তারা কোন ব্যবস্থা
নেয়নি। আমরা ভয়ে আছি কখন যেন ভবন ধসে পড়ে।
ভবনের পাশের সবচেয়ে ক্ষতিগ্রস্থ ফোরকান রেজা বাদশা বিশ্বাস জানান, তিনি প্রায় ২০ লক্ষ টাকা খরচ করে একটি টাইলসের শো-রুম করেছেন। সেই শো-রুমের ১২ জায়গায় ফাটল ধরেছে। সাততলা ভবনের ভাড়ে ও চাপে আমার একতলা ভবনের ছাদ তিন ইঞ্চি দক্ষিণে সরে গেছে। যে কোন সময় বড় অঘটন ঘটতে পারে।
তিনি আরও বলেন, এ ছাড়া নির্মিতব্য রতনের ভবন সামনে হেলে গেছে। যা দেখলে এক নজরে সবাই বুঝতে পারবে।
এ ব্যাপারে অভিযুক্ত মো, আতাউর রহমান রতনের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে তার ছোট ভাই আব্দুর রহমান মানিক তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আশপাশের লোকজনের সঙ্গে জমির সীমানা নিয়ে বিরোধ থাকায় তারা অপপ্রচার চালাচ্ছে।
পাবনার ঈশ্বরদীতে আট দফা দাবীতে গণঅনশন কর্মসূচি পালন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের
নতুনহাট লাদেন মোড়ে রাস্তায় গভীর গর্ত ॥ দুর্ঘটনার শংকা
লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে অন্তঃসত্ত্বা গৃহবধুসহ ৪ জনকে পিটিয়ে জখম বেনাপোল স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকের চাপায় প্রাণ গেলো ভারতীয় ট্রাক চালকের আইন-শৃঙ্খলা উন্নত ও গতিশীল রাখতে পুলিশের স্পেশাল মহড়া শাহজাদপুরে বাঘায় তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী হিরোইন ও ইয়াবাসহ আটক ঈশ্বরদী প্রেস ক্লাবের অচলাবস্থার অবসানে নতুন কমিটি ঘোষণা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ানদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গ্যারকার বিলে কচুরীপানায় হাজার হাজার একর জমির আমন ধান নষ্টের আশঙ্কা