বিশ্বজয়ী হাফেজ আবু রাহাতকে শাহজাদপুরের বিশাল সংবর্ধনা প্রদান
- প্রকাশিত সময় ০২:০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / 76
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগীতার তৃতীয় স্থান অধিকারী হাফেজ আবু রাহাতকে নিজ জন্মভুমি সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশাল সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত সোমবার বিকেলে ছাদখোলা গাড়িতে নিজ জন্মভুমি শাহজাদপুর পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ডে পৌছলে সেখানে শত শত মানুষ তাকে ফুল দিয়ে অভ্যার্থনা জানায়।পরে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে পৌর সদরের বিভিন্ন সড়ক অতিক্রম করে তাকে উপজেলার কৈজুরী ইউনিয়নে নিয়ে যাওয়ার সময় পথে শত শত মানুষ তাকে অভ্যার্থনা জানায়। পরে কৈজুরী মহিউল ইসলাম ফাজিল মাদরাসা মাঠে পৌছলে সেখানে হাজার হাজার মানুষ তাকে একনজর দেখার জন্য ভিড় করেন। পরে সেখানে বিশ্বজয়ী হাফেজ আবু রাহাত এর বিশাল সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় হাজারো নারী পুরুষও শিশু কিশোরদের উপস্থিতিতে কেজুরী মহিউল ইসলাম ফাজিল মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব হাফেজ আব্দুর রাজ্জাক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব হাফেজ মুফতি আব্দুর রউফ ও আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোস্তফা কামাল, কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খোকন, কেজুরী মহিউল ইসলাম ফাজিল মাদরাসার অধ্যক্ষ তৌহিদুল আনছারী ও কৈজুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এসময় হাফেজ আবু রাহাতকে আগত অতিথি ও সাধারণ মানুষেরা ফুলের তোরা দিয়ে ও ফুলের মালা পরিয়ে সংবর্ধনা প্রদান করেন।
পরে হাফেজ আবু রাহাত উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে কুয়েতের স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন এবং পবিত্র কুরআন তেলাওয়াত করেন।